শেষ আপডেট: 6th November 2018 18:30
দ্য ওয়াল ব্যুরো: আলোর উৎসব সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক। কেদারনাথে বসে দেশবাসীকে দেওয়ালির শুভেচ্ছা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতি বছরের মতো এ বারও দেওয়ালি কাটাচ্ছেন সেনা জওয়ানদের সঙ্গে। বুধবার সকালেই পৌঁছেছেন কেদারনাথ। ঘুরে দেখবেন কেদারপুরী সংস্কারের কাজও। দেওয়ালির গোটা দিনই ঠাসা কর্মসূচী। সকাল দশটায় পৌঁছেছেন হরসিল। শিব মন্দিরে পুজো দিয়েই জওয়ানদের নিয়ে মেতে উঠেছেন প্রধানমত্রী। মিষ্টি খাইয়ে দিয়েছেন দেওয়ালির শুভেচ্ছাবার্তা। দেশবাসীর উদ্দেশে মোদী বলেছেন, “দেওয়ালি আলোর উৎসব। আনন্দের এই উৎসবে ১২৫ কোটি ভারতবাসীর ঘরে সুখ ও সমৃদ্ধির আলো পৌঁছক। জওয়ানদের অনেক ধন্যবাদ। তাঁরাই দেশের নিরাপত্তার স্তম্ভ। শৃঙ্খলা ও একাগ্রতা নিয়ে তাঁরাই দেশবাসীকে সাহস যোগান।” https://twitter.com/ANI/status/1059980568753004545 https://twitter.com/PIB_India/status/1060034389952757760 ২০১৮ সালের পর থেকে এই নিয়ে তৃতীয়বার কেদারনাথে গেলেন মোদী। ক্ষমতায় আসার পর সিয়াচেনে জওয়ানদের সঙ্গে দেওয়ালি কাটিয়েছিলেন প্রধানমন্ত্রী। ২০১৫ সালে যান পঞ্জাব সীমান্তে। তার পরের বছর দেওয়ালি কাটান হিমাচলপ্রদেশে। সীমান্তে ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের সঙ্গে দেওয়ালি উদযাপন করেন মোদী। গতবছর যান জম্মু-কাশ্মীরের বান্দিপোরার গুরেজে। সেখানে বিএসএফ জওয়ানদের সঙ্গে আলোর উৎসবে মেতে ওঠেন। তার পর দিন বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করতে কেদারনাথে যান। https://twitter.com/narendramodi/status/1059842760159694849 দেওয়ালির সকালে হিন্দিতে টুইট করে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানইয়াহু৷ রিটুইট করে শুভেচ্ছা জানিয়েছেন মোদীও। তিনি লিখেছেন, "প্রতি বছর আমি সীমান্তে গিয়ে আমাদের বাহিনীকে চমকে দিই। এ বছরও দেওয়ালি কাটাব সাহসী জওয়ানদের সঙ্গেই। তাঁদের সঙ্গে সময় কাটানোটা আমার জীবনের একটা বিশেষ মুহূর্ত।"