শেষ আপডেট: 22nd September 2024 15:47
দ্য ওয়াল ব্যুরো: পুজোর মুখে বাংলার জেলায় জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী গত বুধ ও বৃহস্পতিবার বন্যা কবলিত একাধিক এলাকা ঘুরে দেখার পর পাঁশকুড়ায় বলেছিলেন, ডিভিসি-র সঙ্গে আগামী দিনে সম্পর্ক রাখবেন না!
একই সঙ্গে কেন্দ্রের উদাসীনতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন মমতা। বন্যা পরিস্থিতির জন্য সরাসরি ডিভিসিকে দায়ী করে এও বলেছিলেন, 'এটা ম্যান মেড বন্যা। ঝাড়খণ্ডকে বাঁচাতে বাংলাতে ডোবানো হল।'
এ ব্যাপারে রবিবার প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রীর লেখা ওই চিঠির কয়েক ঘণ্টার মধ্যে দামোদর ভ্যালি জলাধার নিয়ন্ত্রণ কমিটি (ডিভিসি) থেকে পদত্যাগ করেছেন আইএএস শান্তনু বসু। তারপরই বিভিন্ন মহলে কৌতূহল তৈরি হয়েছে, তবে কি সত্যি ডিভিসির সঙ্গে য়াবতীয় সম্পর্ক ছিন্ন করতে চলেছেন মুখ্যমন্ত্রী?
বিশেষজ্ঞদের মতে, ডিভিসির জল ছাড়া নিয়ে যেভাবে রাজ্য ও কেন্দ্রের মধ্যে জলঘোলা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কোনও কিছুই অসম্ভব নয়।
গত কয়েকদিনের টানা বৃ্ষ্টি এবং মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে ছাড়া জলের ফলে হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বর্ধমান-সহ দক্ষিণবঙ্গের বহু জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই জল ছাড়া নিয়েই মমতা বলেন, এবার এত জল ছাড়া হয়েছে যা আগে কখনও হয়নি। এবং রাজ্যকে আগাম সর্তক না করেই জল ছাড়া হয়েছে। এব্যাপারে প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছিলেন মুখ্যমন্ত্রী।
তবে মোদীর পরিবর্তে কেন্দ্রের জলশক্তি মন্ত্রকের তরফে চিঠি পাঠিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগকে নস্যাৎ করে দাবি করা হয়েছিল, ডিভিসির কমিটিতে বাংলার প্রতিনিধিও রয়েছেন। তাই না জানিয়ে জল ছাড়ার অভিযোগ ঠিক নয়।
বিষয়টি প্রকাশ্যে আসতে ক্ষুব্ধ মমতা ফের প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন। সেখানে রাজ্যের বিরুদ্ধে মিথ্যে দোষারোপ চাপানোর অভিযোগ এনে এও বলেছেন, ''ডিভিসির জলধারণ ক্ষমতা আগের থেকে ৩৬ শতাংশ কমে গেছে। ড্রেজিং না করার জন্যই এমন হয়েছে। আর কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে কোনও পদক্ষেপ নেয় না। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেও কোনও লাভ হয়নি।''
প্রশ্ন তোলেন, 'নাম কা ওয়াস্তে কমিটিতে বাংলার প্রতিনিধিকে রাখা হবে অথচ সব সিদ্ধান্ত ডিভিসি একা নেবে। তাহলে কমিটিতে বাংলার প্রতিনিধি রেখে লাভ কি?' তারপরই ডিভিসির কমিটি থেকে বাংলার প্রতিনিধি হিসেবে আইএএস শান্তনু বসুর পদত্যাগ যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
ডিভিসির ছাড়া জলকে কেন্দ্র করে তৈরি হওয়া জলঘোলা পরিস্থিতি সহজে মিটবে না বলেই মনে করছেন পর্যবেক্ষকদের অনেকে।