শেষ আপডেট: 10th April 2025 13:47
দ্য ওয়াল ব্যুরো: ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর থেকে রাজ্যে মহাত্মা গান্ধী রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম (একশো দিনের কাজ) প্রকল্প বন্ধ। এ ব্যাপারে দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা।
ওই মামলাতেই তিন সপ্তাহের মধ্যে (১৫ মে) কেন্দ্রের গ্রাম উন্নয়ন মন্ত্রকের কাছে এই সংক্রান্ত রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
১০০ দিনের কাজে ভুয়ো জব কার্ড, মৃত ব্যক্তির নামে জব কার্ড, অসত্য তথ্য দিয়ে জব কার্ড তৈরি করে কেন্দ্রের টাকা আত্মসাৎ করা হয়েছে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই মামলায় তদন্তের জন্য হাইকোর্ট চার সদস্যের কমিটি গঠন করেছিল।
ওই কমিটির তরফে নোভাল অফিসার গত ২০ মার্চ আদালতে জমা দেওয়া রিপোর্টে জানিয়েছেন, পূর্ব বর্ধমান, হুগলি, মালদহ এবং দার্জিলিং জিটিএ এরিয়াতে ১০০ দিনের কাজে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। এই চার জেলা থেকে ১০০ দিনের প্রকল্পে টাকা বণ্টনের ক্ষেত্রে মোট ২ কোটি ৩৯ লক্ষ টাকা বাজেয়াপ্তও করা হয়েছে।
এরপরই আদালত জানিয়ে দেয়, উদ্ধার হওয়া ওই টাকা দ্রুত ১০০ দিনের প্রকৃত প্রাপকদের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এদিন কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটার অশোক চক্রবর্তী আদালতে জানান, ১০০ দিনের প্রকল্পে মোট ৫ কোটি ৩৭ লক্ষ টাকা বণ্টনের ক্ষেত্রে দুর্নীতি হয়েছিল। তারমধ্যে ২ কোটি ৩৯ লক্ষ টাকার মতো পুনরুদ্ধার করা গেছে। রাজ্যই উদ্ধার করেছে। বিভিন্ন জেলায় ভুয়ো একাউন্টে টাকা দেওয়া হয়েছিল।
একই সঙ্গে আদালত এও জানায়, যে চার জেলায় দুর্নীতির অভিযোগ উঠেছে, ওই চার জেলা বাদে বাকি রাজ্যে দ্রুত ১০০ দিনের কাজ শুরু করতে হবে। প্রসঙ্গত, ২১ এর বিধানসভা ভোটের পর থেকে সংশ্লিষ্ট প্রকল্পে রাজ্যের কাজ বন্ধ রেখেছে কেন্দ্র। মামলায় রাজ্যকে পার্টি হিসেবে যুক্ত করার জন্য এদিন আদালতে আবেদন জানিয়েছেন তৃণমূল সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।