মৃতের ভাই প্রীতম লাকরা বলেন, "হাসপাতালে চিকিৎসকের গাফিলতিতে প্রাণ হারাতে হল ভাইকে। আয়া দিয়ে অক্সিজেন দেওয়ানো হয় তাকে। বারবার ডাক্তারকে অনুরোধ করা হলেও কেউ এসে দেখেনি। উল্টে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়।"
হাসপাতালে উত্তেজনা
শেষ আপডেট: 13 June 2025 05:31
জ্বর ও পেটের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক যুবকের মৃত্য়ুর জেরে উত্তাল হয়ে উঠল নকশালবাড়ি গ্রামীণ হাসপাতাল। ২৭ বছরের ওই যুবকের নাম সুবীর লাকরা। মৃত যুবক বিজয়নগর চা বাগানের বাসিন্দা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় সুবীরকে। পরিবারের অভিযোগ, ভর্তির পর সঠিক চিকিৎসা পাননি তিনি। মৃতের ভাই প্রীতম লাকরা বলেন, "হাসপাতালে চিকিৎসকের গাফিলতিতে প্রাণ হারাতে হল ভাইকে। আয়া দিয়ে অক্সিজেন দেওয়ানো হয় তাকে। বারবার ডাক্তারকে অনুরোধ করা হলেও কেউ এসে দেখেনি। উল্টে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়।"
ঘটনার পর মৃতের পরিবার ও এলাকার লোকজন চিকিৎসকের ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছয় নকশালবাড়ি থানার পুলিশ। পাশাপাশি হাজির হন ব্লক স্বাস্থ্য আধিকারিক কুন্তল ঘোষ। মৃতের মা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। ব্লক স্বাস্থ্য আধিকারিক জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দেহ পাঠানো হয়েছে। ঘটনা নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে এলাকায়।