শেষ আপডেট: 23rd March 2024 14:06
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: বুধবারই সুজাতা মণ্ডলকে পার্টি অফিসে ডেকে কড়া ধমক দিয়েছিলেন দলের উপরতলার নেতারা। তাঁকে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল, হাত জোড় করে ভোট চাওয়া ছাড়া কোনও কথা যেন তাঁর মুখ থেকে না বেরোয়। এই ধমক যে তিনি গায়ে মাখেননি, তা পরিষ্কার হল শনিবারেই। বিষ্ণুপুর লোকসভার ইন্দাস ব্লকের শান্তাশ্রম বাজারে ভোট প্রচারের মঞ্চ থেকে তিনি বললেন, "একটা কথা মাথায় রাখবেন, রামনবমীর দিন আমি সংখ্যালঘু ভাই-বোনেদের বলব বাড়ি থেকে কম বেরোতে। কারণ বিজেপির লোকজন সাম্প্রদায়িকতা নিজেরাই সৃষ্টি করে আপনাদের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করবে। তাই আপনাদের সদা সতর্ক সজাগ থাকতে হবে।"
তিনি যখন ওই মন্তব্য করছিলেন তখন ওই মঞ্চে উপস্থিত ছিলেন ইন্দাসের তৃণমূল ব্লক সভাপতি শেখ হামিদ সহ অন্যান্য নেতারা। তৃণমূল প্রার্থীর এই বক্তব্য জানাজানি হতেই মুখ খোলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। তিনি বলেন, "বিজেপি সাম্প্রদায়িকতা ছড়ায় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে অযোধ্যায় রামমন্দিরের পাশে মসজিদ গড়তে আগ্রহী। তৃণমূল প্রার্থীর এই ধরণের কথা বলার কোনও যুক্তি নেই। তৃণমূল, হিন্দু-মুসলমান নির্বিশেষে মানুষের উপর অত্যাচার করে। ওদের বাধায় মানুষ ভোট দিতে পারে না। আগে মানুষকে ভোট দিতে দিন।"
সংরক্ষিত বিষ্ণুপুর লোকসভা আসনে এবার তৃণমূলের প্রার্থী সুজাতা মণ্ডল। প্রচারে নেমেই তাঁর প্রাক্তন স্বামী তথা বিষ্ণুপুরের বর্তমান বিজেপি সাংসদ ও এবারের প্রার্থী সৌমিত্র খাঁর বিরুদ্ধে এক প্রকার খেউড় করতে দেখা গেছে তাঁকে। সৌমিত্রর বিরুদ্ধে একাধিক নারীসঙ্গের অভিযোগ করেন সুজাতা। এখানেই শেষ নয়, মঙ্গলবার ওন্দা ব্লকের নতুনগ্রাম বাজার এলাকায় প্রচারে গিয়ে এক মহিলা ভোটারকে উদ্দেশ্য করে তাঁকে বলতে শোনা যায়, "তোমরা ভোট দেওয়ার সময় বড় ফুলে দিচ্ছ, আর চাওয়ার বেলায় ছোট ফুলের কাছে চাইতে আসছ, এবার আমি ক্লিয়ার কাট বলছি, তাতে মিডিয়া থাক, যেই থাক, আই ডোন্ট কেয়ার, যদি তৃণমূল ভোট না পায়, তাহলে তৃণমূলের কেউ তোমাদের অভিযোগ শুনতে আসবে না, তোমরা বিজেপির সঙ্গে বুঝে নেবে।"
এই অবস্থায় বুধবার সুজাতাকে পার্টি অফিসে ডেকে কড়া ধমক দেন দলের উপরতলার নেতারা। হাতজোড় করে ভোট চাওয়া ছাড়া আর কোনও কথা যেন তাঁর মুখ থেকে না বেরোয় সে ব্যাপারে তাঁকে সতর্ক করে দল। তারপরেও শান্তাশ্রম বাজারে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য রেখে ফের বিতর্কে জড়ালেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী।