প্রধানমন্ত্রী মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 31st August 2024 09:38
দ্য ওয়াল ব্যুরো: ধর্ষণের বিরুদ্ধে কড়া আইন আনার দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সপ্তাহখানেক আগেই চিঠি লিখেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২২ অগস্ট লেখা সে চিঠির কোনও উত্তর এখনও পর্যন্ত না আসায়, শুক্রবার, ৩০ অগস্ট মোদীকে ফের একই বিষয়ে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী। পরে সেই চিঠির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন মমতা।
সূত্রের খবর, শুক্রবার রাতেই এ ব্যাপারে কেন্দ্র থেকে চিঠি এসেছে মুখ্যমন্ত্রীর কাছে। তবে প্রধানমন্ত্রী নয়, জবাবি চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী।
সূত্রের খবর, চিঠিতে কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী দাবি করেছেন, ভারতীয় ন্যায় সংহিতা এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতায় ধর্ষণ রোধে কড়া শাস্তি এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্তের যাবতীয় আইনি সংস্থান আছে।
তাই ধর্ষণের মতো ঘটনার তদন্তে রাজ্য প্রশাসনের সব স্তরে দায়িত্বপ্রাপ্ত অফিসারদের আরও সংবেদনশীল ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার জন্যও মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন অন্নপূর্ণা দেবী।
প্রসঙ্গত এর আগে মোদীকে পাঠানো চিঠিতে মমতা লিখেছিলেন, 'গোটা দেশ জুড়ে যেভাবে ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটছে তা নিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। পরিসংখ্যান অনুযায়ী প্রতিদিন দেশে গড়ে ৯০ জন মহিলার ধর্ষণের ঘটনা ঘটছে। এতে দেশ ও সমাজের আত্মবিশ্বাস টলে যাচ্ছে। তাই এর অবসান ঘটানো জরুরি। এজন্য একটি কেন্দ্রীয় আইন প্রনয়ন করা উচিত। যাতে দোষীদের দৃষ্টান্তমূলক সাজা হয়। এই সব ঘটনার শুনানির জন্য ফাস্ট ট্র্যাক আদালত গড়ে তোলা দরকার। যাতে ১৫ দিনের মধ্যে শুনানি শেষ করা যায়।'
এদিন এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, শুধুমাত্র ধর্ষণ এবং পকসো মামলার শুনানির জন্য কেন্দ্রীয় প্রকল্পের অধীনে যে ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট রয়েছে তার সঙ্গে রাজ্যের ফাস্ট ট্র্যাক কোর্ট এক নয়।