শেষ আপডেট: 6th February 2025 00:04
দ্য ওয়াল ব্যুরো: আইনের ঊর্ধ্বে কেউ নন। পুলিশও নয়। গত বছরের শেষে নবান্নের বৈঠক থেকে একাংশ পুলিশ কর্মীদের আচার, আচরণ থেকে ডিউটি প্রসঙ্গে বড় অভিযোগ এনেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল, 'সব পুলিশ খারাপ নয়, তবে কিছু পুলিশ কর্মী আছেন যাঁরা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেন। অনেকে টাকা খেয়ে নানা খারাপ কাজে লিপ্ত থাকে।'
সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের পর থেকেই রাজ্যের জেলায় জেলায় পুলিশ কর্মীদের একাংশের ওপর নজর রাখছিল সিআইডি। এবার এবিষয়ে রাজ্য পুলিশের কাছ থেকে প্রতিটি থানার পুলিশ কর্মীদের সম্পর্কে রিপোর্ট তলব করেছে ভবানীভবন।
সূত্রের খবর, একাংশ পুলিশ কর্মীর বিরুদ্ধে মাঝেমধ্যেই মত্ত অবস্থায় ডিউটি করার অভিযোগ ওঠে। অনেকের বিরুদ্ধে আবার সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ রয়েছে। একইভাবে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার, অন্যায় কাজে মদত দিতে ঘুষ নেওয়া, ডায়েরি না নেওয়া, কর্তব্যে গাফিলতি–সহ একাধিক অভিযোগ ওঠে।
এবিষয়েই রাজ্যের প্রতিটি থানার পুলিশ কর্মীদের রিপোর্ট তলব করেছেন গোয়েন্দারা। সূত্রের খবর, যে সমস্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ রয়েছে, তাদেরকে প্রথমে সতর্ক করা হবে। না হলে কঠোর পদক্ষেপ করা হবে।
বস্তুত, সরকারের সঙ্গে মানুষের সংযোগের অন্যতম মাধ্যম হল এই পুলিশ বাহিনী। পর্যবেক্ষকদের একাংশের মতে, পুলিশের একাংশের খারাপ ব্যবহারের ফলে সরকারের প্রতি মানুষের বিরূপ মনোভাব তৈরি হয়। অতীতে এমন একাধিক নজির রয়েছে। যার নিরসন চাইছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। সে কারণেই এবার গোয়েন্দাদের নজরে রাজ্য পুলিশ। জানা যাচ্ছে, অত্যন্ত দ্রুততার সঙ্গে এই রিপোর্ট থানা থেকে এসপির কাছ হয়ে ভবানীভবনে পাঠাতে বলা হয়েছে।