শেষ আপডেট: 10th April 2025 14:44
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগে দুর্নীতির অভিযোগে গত বৃহস্পতিবার ৩ এপ্রিল এসএসসির (SSC 2016) ২০১৬ সালের পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত (Supreme Court )। রাতারাতি চাকরিহারা হয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীরা। তাঁদের বরাভয় দিতে গত ৭ এপ্রিল নেতাজি ইনডোরের সভা থেকে একাধিক মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
মুখ্যমন্ত্রীর ওইদিনের একাধিক মন্তব্য নিয়েই এবার আদালত অবমাননার অভিযোগ উঠল। এ ব্যাপারে বৈশাখী ভট্টাচার্য চট্টোপাধ্যায় নামে এক মহিলা আইনজীবীর মাধ্যমে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছেন। বৃহস্পতিবার বৈশাখীর হয়ে মুখ্যমন্ত্রীকে আদালত অবমাননার নোটিস পাঠিয়েছেন তাঁর আইনজীবী সিদ্ধার্থ দত্ত।
নোটিসে বৈশাখীদেবীর আইনজীবীর অভিযোগ, ৭ এপ্রিল নেতাজি ইনডোরের সভা থেকে মুখ্যমন্ত্রী যেভাবে আদালতকে চ্যালেঞ্জ করেছেন তাতে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ না করা হলে আইনের প্রতি মানুষের আস্থার ভিত নড়ে যেতে পারে। এ ব্যাপারে অবশ্য মুখ্যমন্ত্রী বা তাঁর দফতরের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করা হবে।
তবে এ ব্যাপারে টুইটে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ। টুইটে কুণালের অভিযোগ, "চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যে চাকরিসুরক্ষার চেষ্টা করছেন, তাতে জটিলতা তৈরি করে প্রক্রিয়ার গতি কমানোর চক্রান্ত চলছে।"
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস দিলেন এক আইনজীবী।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) April 10, 2025
1) SCর রায়ের চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যে চাকরিসুরক্ষার চেষ্টা করছেন, তাতে জটিলতা তৈরি করে প্রক্রিয়ার গতি কমানোর চক্রান্ত। চাকরিহারারা কী চান? মুখ্যমন্ত্রীর চেষ্টা সফল হোক, আপনাদের চাকরি বাঁচুক; নাকি…
নোটিসে আইনজীবীর অভিযোগ, 'ওই দিন নেতাজি ইনডোর থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চক্রান্ত চলছে, একটা পরিকল্পনা চলছে। চাকরিহারাদের মধ্যে অনেকে গোল্ড মেডালিস্ট আছেন, যাঁদের জীবনেও ভাল রেজাল্ট ছিল। তাঁদের সবাইকে চোর বলে দিচ্ছেন। সবাইকে অযোগ্য বলে দিচ্ছেন। এই বলার অধিকার আপনাকে কে দিল? আমি সরাসরি চ্যালেঞ্জ করছি।'
বৈশাখীদেবীর আইনজীবীর আরও বক্তব্য, ওই সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'কারও চাকরি কাড়ার অধিকার নেই, কারও নেই। আমাদের প্ল্যান এ, বি, সি, ডি আর ই রেডি। এই কথা বলার জন্য আমাকে জেলে, হ্যাঁ ভরে দেওয়া যেতে পারে। কিন্তু আই ডোন্ট কেয়ার'।
এরপরই চাকরিহারাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেছিলেন, "আপনারা আপনাদের কাজ করুন। কে আপনাদের আটকাচ্ছে? সুপ্রিমকোর্ট। সেক্ষেত্রে মনে রাখবেন, যাই বিকল্প হোক, আমরা করব!'