শেষ আপডেট: 3rd November 2023 17:56
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: লাগাম ছাড়া পেঁয়াজের দাম। ৮০ টাকা কেজিতে এসে ঠেঁকেছে। এবার পেঁয়াজের মালা পরেই হুগলির রাস্তায় হেঁটে বেড়াতে দেখা গেল চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে। শুক্রবার সাত সকালে রাস্তায় ওভাবে দেখে তাজ্জব সাধারণ মানুষ।
আসলে এদিন পেঁয়াজের দাম নিয়ে প্রতিবাদ করতে রাস্তা নেমেছিলেন অসিতবাবু। চুঁচুড়ার ঘড়ির মোড় থেকে খরুয়াবাজার পর্যন্ত দলবল নিয়ে মিছিল করেন।
বিধায়ক অসিত বলেন, ''পেঁয়াজের দাম আশি, সঙ্গে পাল্লা দিয়ে তেল, গ্যাসের দাম চড়া। তাই নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও হু হু করে বাড়ছে। রাজ্য পুলিশের টাস্ক ফোর্স জায়গায় জায়গায় অভিযান চালাচ্ছে ঠিকই। কিন্তু কেন্দ্র তেলের দাম নিয়ন্ত্রণ না করলে পেঁয়াজের দাম বাড়তেই থাকবে''।
অসিত মজুমদারের এই বক্তব্যের পাল্টা যুক্তি দিয়েছে বিজেপি। হুগলি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তুষার মজুমদারের অভিযোগ, যা জমি জায়গা ছিল সব সিন্ডিকেটের হাতে। চাষ হবে কোথায়? শাসকদলের চোরগুলো সব ধরা পড়ছে। তা থেকে নজর ঘোরাতে গলায় পেঁয়াজ নিতে হচ্ছে।''
হুগলি জেলা জুড়ে ৩ হাজার ৮০০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়। যার মধ্যে বলাগর ব্লকেই সবচেয়ে বেশি।প্রায় ৭৪ হাজার মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়।হুগলি ছাড়াও মুর্শিদাবাদ জেলায় ভাল পেঁয়াজ উৎপাদন করে। তবে রাজ্যে যতটা পরিমাণ পেঁয়াজের চাহিদা রয়েছে, তার থেকে কম চাষ হয় এখানে। তাই চাহিদা মেটাতে নাসিকের উপর পেঁয়াজের জন্য নির্ভর থাকতে হয় জেলাবাসীকে।
হুগলি জেলা উদ্যান পালন দফতরের দায়িত্ব প্রাপ্ত আধিকারীক শুভাশিস গিরি বলেন, চাহিদা এবং যোগানের উপর দাম ওঠা নামা করে।এখন জোগান কম থাকায় দাম বেড়েছে।স্থানীয় পেঁয়াজ জানুয়ারি মাসে উঠলেই দাম কমবে।বর্ষার সময় পচে যাওয়ার ভয়ে পেঁয়াজ চাষ অল্প পরিমাণ হয়। তাই চাহিদা মেটে না।