শেষ আপডেট: 25th June 2024 21:04
দ্য ওয়াল ব্যুরো: ইটের আঘাতে মৃত্যু হল বছর একুশের এক তরুণের। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেল থেকে তীব্র উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে।
পুলিশ জনিয়েছে, মৃত তরুণের নাম সুরজ শেখ(২১)। সামশেরগঞ্জ থানার হোগলাবাড়ি গ্রামে তাঁর বাড়ি। পরিবারের অভিযোগ, এদিন বাড়ির অদূরে ওই যুবককে লক্ষ্য করে কিছু দুষ্কৃতী ইট, পাটকেল ছুড়তে শুরু করে। তাতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সুরজ।
মৃত যুবককে তাঁদের দলের কর্মী বলে দাবি করে কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছেন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। কংগ্রেস অবশ্য অভিোগ উড়িয়ে দিয়েছে।
মঙ্গলবার বিকেলের ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রণক্ষেত্রর পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। উত্তেজনা থাকায় এলাকায় পুলিশি টহল চলছে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
যুবককে খুনের ঘটনায় পুলিশ ইতিমধ্যে দু'জনকে গ্রেফতার করেছে। তদন্তে নেমে পুলিশের দাবি, ফেসবুকে পোস্ট করা নিয়ে দু'পক্ষের ঝামেলা এবং মারামারিতে এই খুন। এর সঙ্গে রাজনীতির কোনও যোগাযোগ নেই।