শেষ আপডেট: 21st July 2024 15:09
দ্য ওয়াল ব্যুরো: একুশের মঞ্চ থেকে তৃণমূলে শুদ্ধিকরণের বার্তা দিলেন মমতা বন্দ্যেপাধ্যায়। বললেন, "তৃণমূলে বিত্তবান লোক চাই না। চাই বিবেকবান লোক।"
নেত্রীর কিছু আগেই বক্তৃতায় অভিষেক বলেছিলেন, "মনে রাখবেন বাংলার মানুষ বিজেপিকে ভোট দিয়ে জেতায়নি। জিতিয়েছে তৃণমূলকে। তাই তৃণমূল কর্মীদের দায়িত্বও আরও বেশি করে পালন করতে হবে। তাই আত্মতুষ্টির কোনও জায়গা নেই। আরও বেশি করে মানুষের কাজ করতে হবে। আরও বেশি বিনয়ী হতে হবে। আরও বেশি শৃঙ্খলাপরায়ণ হতে হবে।"
অভিষেকের সেই কথার প্রতিধ্বনিই যেন শোনা গেল নেত্রীর কণ্ঠে। বললেন, "আমরা মানুষের পাহারাদার। আমরা যত জিতব তত দায়িত্ববান হতে হবে। আমরা লোভী হতে চাই না, মানুষের বন্ধু হতে চাই।"
সম্প্রতি বিভিন্ন দুর্নীতিতে নাম জড়াচ্ছে শাসকদলের বিভিন্ন স্তরের নেতার। বিষয়টিতে তিনি যে যারপরনাই অসন্তুষ্ট, কোনও রাখ ঢাক না রেখে এদিন সেকথাও স্পষ্ট করেছেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, দুর্নীতির সঙ্গে আপোষ নয়। মানুষকে যারা পরিষেবা দেবে না তাঁদের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই।
এখানেই না থেমে হুঁশিয়ারির সুরে বলেছেন, "পয়সা আসে, চলে যায়। সেবার কোনও বিকল্প নেই।সব পুরসভা, পঞ্চায়েত, এমএলএ, এমপি, প্রধান সবাইকে বলব, কারও বিরুদ্ধে কোনও অভিযোগ যেন কেউ না পায়। যদি কোনও অভিযোগ ওঠে, আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব। গরিব থাকুন, যা আছে ঘরে, তাই খেয়ে বেঁচে থাকুন। তাহলেই আপনাদের কেউ সরাতে পারবে না।"
প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি যে কাজেও পরিণতচ হয় ইতিমধ্যে তার প্রমাণ শিলিগুড়ির দাপুটে দুই তৃণমূল নেতা। সরকারি জমি জবরদখলের অভিযোগে মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ গ্রেফতার করেছে ওই দুই নেতাকে। তারপর থেকেই দলের অন্দরে তো বটেই জনমানসেও এ নিয়ে চর্চা শুরু হয়েছে।
ছাব্বিশের ভোটে উত্তরবঙ্গেও তৃণমূল ভাল ফল করবে বলে আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর কথায়, "উত্তরবঙ্গে আমাদের ফল খুব ভাল হয়নি।মালদহে লোকসভা নির্বাচনে আমরা জিতিনি, আমি জানি না কেন আপনারা আমাদের ভুল বুঝলেন, হয়তো আমাদেরই দুর্ভাগ্য। একটা সিট বিজেপিকে, একটা কংগ্রেসকে। ওরা কোনওদিন কিছু করেছে আপনাদের জন্যয তাও ভুল বুঝিনি আমি। আমি বিশ্বাস করি, ছাব্বিশের মালদহের আম আমসত্ত্ব আমরা পাবই।"