শেষ আপডেট: 1st October 2024 16:32
দ্য ওয়াল ব্যুরো: সাগরদত্তের ঘটনাকে সামনে রেখে নিরাপত্তা ইস্যুতে মঙ্গলবার থেকে ফের পূর্ণ কর্মবিরতিতে নেমেছেন রাজ্যের জুিনিয়র চিকিৎসকরা। এমন আবহে আরজি কর ইস্যুতে একাধিক প্রশ্নকে সামনে রেখে জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগে সরব হলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
তথ্য প্রমাণ লোপাটের জন্যই তড়িঘড়ি আরজি করের নির্যাতিতার ময়নাতদন্ত করার অভিযোগে সরব হয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। এমনকি চারতলার সেমিনার হলের একাংশের দেওয়াল ভাঙা নিয়েও একই অভিযোগ এনেছিল তাঁরা। এই প্রসঙ্গে সোশ্যাল মাধ্যমে একটি ছবি পোস্ট করে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, জুনিয়র ডাক্তারদের সম্মতিতেই আরজি করে নির্যাতিতার ময়নাতদন্ত হয়েছিল।
এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে একগুচ্ছ প্রশ্ন তুলেছেন কুুণাল। টুইটে কুণাল লিখেছেন, 'দেখুন দ্বিচারিতা। ময়নাতদন্তের রিপোর্ট, দেওয়াল ভাঙার নথিতে জুনিয়র ডাক্তারদের সই। এতদিন নীরবতা। প্রশ্নের মুখে স্বীকার। তবে দায় এড়ানোর নাটক।"
একই সঙ্গে তৃণমূল নেতার প্রশ্ন, " সই মানে মান্যতা। ভুল থাকলে সই কেন? জানতাম না বলেছিলেন কেন? আপত্তি থাকলে সইয়ের সঙ্গে সেটা কেন লেখেননি? কেন নথি ফাঁসের পর নাটক? তখন সই, এখন প্রতিবাদ কেন?"
প্রসঙ্গত, এ ব্যাপারে এদিনই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফন্ট্রের পক্ষ থেকে কিঞ্জল নন্দ স্পষ্ট করে জানিয়েছেন, "যাতে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা না হয়, তাই ম্যাজিস্ট্রেট, পুলিশের উচ্চ আধিকারিকদের উপস্থিতিতে ময়নাতদন্তের দাবি জানানো হয়েছিল। সেই দাবিতে সই করা মানে এই নয় যে ময়নাতদন্তের স্বচ্ছতার দায়ও জুনিয়র ডাক্তারদের। পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে।"
নতুন করে ডাক্তারদের কর্মবিরতির নেপথ্যেও বড় ষড়়যন্ত্রের ইঙ্গিতও দিয়েছেন তৃণমূল নেতা। কুণালের মতে, "পুজো, বন্যা তার মধ্যে আবার কর্মবিরতি? কাদের পরামর্শে এগুলো করছেন? গরিবমানুষকে বেসরকারি হাসপাতালে যেতে বাধ্য করার কারণ কি?" সিদ্ধান্ত পুনর্বিবেচনারও আর্জি জানিয়েছেন তিনি।