শেষ আপডেট: 27th February 2024 20:54
দ্য ওয়াল ব্যুরো: রেশন দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলল আদালত।
নগর দায়রা আদালতে চলছে রেশন দুর্নীতি মামলা। মঙ্গলবার ওই মামলায় ইডির তদন্তকারী অফিসারের উদ্দেশে তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন বিচারক। আদালত সূত্রের খবর, তদন্ত প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিচারকের পর্যবেক্ষণ, "যা তথ্যপ্রমাণ রয়েছে, তাতে এই মামলা কত ক্ষণ ট্রায়ালে দাঁড়াতে পারবে?’’
রেশন দুর্নীতি মামলায় আটাকল মালিক বাকিবুর রহমান, রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং শঙ্কর আঢ্যর পর চতুর্থ ব্যক্তি হিসেবে গত ১৬ ফেব্রুয়ারি বিশ্বজিৎ দাসকে গ্রেফতার করে ইডি।
এদিন বিশ্বজিতের আইনজীবী আদালতে দাবি করেন, তাঁর মক্কেল সম্পূর্ণ নির্দোষ। কোনও তথ্য প্রমাণ ছাড়াই তাঁকে গ্রেফতার করা হয়েছে। বিশ্বজিতের আইনজীবী আদালতে এও বলেন, তাঁর মক্কেল দোষী হলে বাংলাদেশ থেকে দুবাই পালিয়ে যেতেন। দেশে ফিরতেন না।
এরপরই ইডির তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন বিচারক। তদন্তকারী সংস্থা্র অবশ্য দাবি, রেশনের কালো টাকা হাতবদলের মাধ্যম হিসেবে কাজ করতেন বিশ্বজিৎ। যদিও তার সপক্ষে ইডি এদিন আদালতে কয়েকটি সাক্ষ্য ছাড়া বিশেষ কোনও নথি পেশ করতে পারেনি বলেই খবর। তারপরই ইডির তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন বিচারক। একই সঙ্গে তদন্তে স্বচ্ছতা বজায় রাখার পরামর্শও দেন তিনি।