মমতা বন্দ্যোপাধ্যায় ও শঙ্কর ঘোষ।
শেষ আপডেট: 12th March 2025 15:44
দ্য ওয়াল ব্যুরো: ধর্মের নামে সঙ্কীর্ণ রাজনীতির অভিযোগ পাল্টা অভিযোগে মঙ্গলবার উত্তাল হয়েছিল বিধানসভা। বুধবারও তার পুনরাবৃত্তি ঘটল। সেই সূত্রে বিধানসভার অভ্যন্তরে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগে এদিন সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পাল্টা হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্যর আমলে রাজ্যের বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধানসভায় ভাঙচুর চালানোর অভিযোগের প্রসঙ্গ টেনে আনেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এরপরই ক্ষুব্ধ মমতা শঙ্কর ঘোষের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দেন, "আমি বিধানসভার চেয়ার ভাঙিনি , প্রমাণ করতে পারলে মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেব।"
তুমুল হইহট্টোগোলের মধ্যে বিধানসভা ওয়াক আউট করে বিরোধীরা। বিধানসভার বাইরে তখন কালো জামা পড়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ সাসপেন্ড হওয়া বিজেপি বিধায়করা। ওই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীর টিপ্পনি, "যাঁরা কালো জামা পড়েছেন ভাল, আমি কালো রং পছন্দ করি! কিন্তু কালো জামা কাপড় পড়ে লাভ নেই, আপনারা অন্ধকারে থাকুন!"
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বক্তব্য রাখতে গেলে শঙ্কর ঘোষ-সহ বিজেপি বিধায়করা তুমুল হইহট্টোগোল শুরু করে বলে অভিযোগ। বাংলায় হিন্দুরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ করেন তাঁরা। মমতা বন্দ্যোপাধ্যায় তখন মনে করিয়ে দেন, "আমাদের দলেরও ৪২ জন এমপি লোকসভা, রাজ্যসভায় আছেন। তাঁরাও বিএ কমিটির বৈঠকে উপস্থিত থাকেন। আমি তাঁদের বারবার বলি তোমরা সব আলোচনায় অংশ নেবে। হাউস চালাতে সাহায্য কোরো।" বিজেপি বিধায়কদের উদ্দেশে মমতা এও বলেন, "যখন আমরা কোনও চেয়ারে বসি, তখন আমরা সেটার প্রতি যত্নশীল থাকি।"
তখনও হট্টগোল চলছে দেখে বক্তব্য থামিয়ে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আপনারা আগে বলে নিন। কিন্তু আমি বলার সময় আশা করব আপনারা বেরিয়ে যাবেন না।"
এই সময় বিধানসভায় মুখ্যমন্ত্রীর চেয়ার ভাঙার প্রসঙ্গ টেনে শঙ্কর ঘোষ বলেন, "আপনি বলেন, সত্যের জন্য কোনও কিছু ত্যাগ করা যায় না। তাহলে আমি নিশ্চিয়ই আশা করব আপনি স্বীকার করবেন এই বিধানসভার সদস্য না হয়েও আপনি বিধানসভা ভাঙার কাজে যুক্ত ছিলেন।" অতীতে একাধিকবার এই অভিয়োগ করেছেন বিরোধী দলনেতাও। এরপরই মমতা পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে জানিয়ে দেন, "প্রমাণ দিতে পারলে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেব।"
সম্প্রতি ধর্মের নামে রাজনীতি করার অভিযোগে বিজেপিকে আক্রমণ শানিয়েছিলেন মদন মিত্র, ফিরহাদ হাকিমরা। ওই প্রসঙ্গে টেনে শঙ্কর ঘোষ বলেন, "আপনি চেয়ারের মর্যাদা রাখলে আমরাও আপনার চেয়ারের মর্যাদা রাখব, যদি আপনি সেটা না রাখেন তাহলে আমরাও রাখতে পারব না।"
এরপরই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, "ফিরহাদ হাকিম, মদন মিত্র যা বলেছেন, সেজন্য তাঁদের সাবধান করা হয়েছে দলীয় স্তরে। কিন্তু আপনারা উল্টো করছেন।"
ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী এও বলেন, "আপনাদের কাছ থেকে কি আমাকে সার্টিফিকেট নিতে হবে যে আমি কতটা হিন্দু। জালিয়াতি করবেন না। যারা মানুষের কথা বলেন না, তাদের জন্য আমার ধিক্কার ছাড়া কিছুই নেই।"
পাল্টা জবাবে শুভেন্দু বলেন, "আমরা কি মমতা বন্দ্যোপাধ্যায় নাকি, যে বিধানসভায় ভাঙচুর করব?"