কার্তিক মহারাজ ও হুমায়ুন কবীর।
শেষ আপডেট: 30th October 2024 20:15
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের সময় পরস্পর পরস্পরের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। বহরমপুরের ভারত সেবাশ্রমের সেই কার্তিক মহারাজ ও ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে বুধবার দেখা গেল এক মঞ্চে।
এমনকী অতীতের অভিযোগ প্রসঙ্গে হুমায়ুন কবীর দাবি করলেন, "যে অভিযোগের কথা বলা হচ্ছে, প্রমাণ করে দেখাতে পারলে আমি জুতোর মালা নেব এবং যা শাস্তি দেবে মাথা পেতে নেব।"
ঘটনার সূত্রপাত, গত এপ্রিলে লোকসভা ভোটের সময় হুমায়ুন কবীরের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছিলেন ভারত সেবাশ্রমের কার্তিক মহারাজ। ওই প্রসঙ্গে এদিন হুমায়ুন বলেন, "৩০ এপ্রিল ভোটের প্রচারে এসে যোগী আদিত্যনাথ কিছু কথা বলেছিলেন। তার পরিপ্রেক্ষিতে আমি বিজেপিকে আক্রমণ করে কিছু বলেছিলাম। সে সময় কার্তিক মহারাজ আমাকে আক্রমণ করে অভিযোগ করেছিলেন যে আমি নাকি গোটা হিন্দু সমাজকে কেটে গঙ্গায় ভাসিয়ে দেব বলেছি। এটা প্রমাণ করে দেখাতে পারলে আমি জুতোর মালা নেব এবং যা শাস্তি দেবে মাথা পেতে নেব।"
একই সঙ্গে এও বলেন, "ব্য়ক্তিগতভাবে আমি ওনাকে শ্রদ্ধা করি। ওর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কও ভাল।" এও মনে করিয়ে দেন, যে রাজনৈতিক নেতাদের অনেক শত্রু থাকে কিন্তু সাধুদের তো কোনও শত্রু থাকে না। তা সত্ত্বেও কার্তিক মহারাজকে কেন কেন্দ্রীয় সুরক্ষা নিয়ে ঘুরতে হয়, সেই প্রশ্ন তুলে হুমায়ুনের কটাক্ষ, "ধর্মগুরুর আবার সেন্ট্রাল ফোর্স কেন। তার তো কোনও শত্রু তো থাকার কথা নয়।" তবে এ ব্যাপারে কার্তিক মহারাজের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।
এদিন মুর্শিদাবাদের সাগরদিঘির তৃণমূল বিধায়কের ডাকে সাড়া দিয়ে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কার্তিক মহারাজ। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়কও। শাসকদলের অনুষ্ঠানে কার্তিক মহারাজের উপস্থিতি ঘিরে নতুন করে শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। যদিও কার্তিক মহারাজ বা তৃণমূল কেউই এ ব্যাপারে নির্দিষ্ট করে কোনও প্রতিক্রিয়া জানায়নি।