Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
'বৃষ্টি হলেও জল দাঁড়াচ্ছে না, অতিবৃষ্টিতেও দ্রুত সরছে', পাতিপুকুরের উদাহরণ টানলেন ফিরহাদমর্নিংওয়াকে বেরিয়েছিলেন হায়দরাবাদের সিপিআই নেতা, চোখে লঙ্কাগুঁড়ো ছুড়ে গুলি করে মারল আততায়ীরাপ্রেমিকের সঙ্গে মিলে হবু বরকে খুন করেন তরুণী! 'ভুল' সংশোধনে আশার আলো দেখাল সুপ্রিম কোর্টছোট পর্দায় ফিরছেন সন্দীপ্তা, এবার হিন্দি সিরিয়ালের নায়িকা রূপে নিজেকে প্রমাণ করবেন 'দুর্গা' পণের জন্য মারধর, শ্বশুরের যৌন হেনস্থায় সায় ছিল স্বামীর! শেষমেশ মেয়েকে নিয়ে আত্মঘাতী বধূ'মমতার মতো প্রধানমন্ত্রী পার্টি আর সরকারি সভাকে গুলিয়ে ফেলেন না', খোঁচা দিলীপেরআত্মহত্যার হুমকি দিয়েছিলেন আগেই! ওড়িশায় ছাত্রী-মৃত্যুতে 'প্রাতিষ্ঠানিক হত্যা' বলছেন বিরোধীরা খেজুরির মেলায় দু'জনের মৃত্যুতে রাজনৈতিক তরজা, দ্বিতীয়বার ময়নাতদন্ত চেয়ে হাইকোর্টে পরিবারভারতে ঢুকল টেসলা, এসইউভি ওয়াই মডেল দিয়ে শুরু, দামের পুরো তালিকা দিল মাস্কের কোম্পানিমৃত্যু হয়েছিল অন্তত ১০ বছর আগে! হায়দরাবাদের কঙ্কাল কাণ্ডে মোড় ঘোরাল পুরনো ফোন, বাতিল নোট
Health Department

চিকিৎসকদের সুরক্ষার কাজ কতদূর এগোল, জেলাশাসকদের পরিদর্শনের নির্দেশ, ছুটিও বাতিল

এক্ষেত্রে হাসপাতালের পরিকাঠামোর মানোন্নয়নে সম্প্রতি সুপ্রিমকোর্টের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছিল, তাও পাঠানো হয়েছে প্রতিটি জেলার জেলাশাসক ও স্বাস্থ্য আধিকারিকদের।

 চিকিৎসকদের সুরক্ষার কাজ কতদূর এগোল, জেলাশাসকদের পরিদর্শনের নির্দেশ, ছুটিও বাতিল

ফাইল ছবি।

শেষ আপডেট: 13 September 2024 15:22

দ্য ওয়াল ব্যুরো: সরকারি হাসপাতালে চিকিৎসক, নার্স-সহ স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার কাজ কতদূর এগোল, তা জানতে শুক্রবার রাজ্যের সমস্ত জেলার জেলাশাসকদের নিয়ে বৈঠক করলেন মুখ্যসচিব মনোজ পন্থ। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য আধিকারিকরাও।

সূত্রের খবর, রাজ্যের চিকিৎসা পরিষেবা অক্ষুন্ন রাখতে চিকিৎসক, নার্স-সহ স্বাস্থ্যকর্মীদের সকলের ছুটি বাতিলের কথা জানানো হয়েছে। এক্ষেত্রে হাসপাতালের পরিকাঠামোর মানোন্নয়নে সম্প্রতি সুপ্রিমকোর্টের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছিল, তাও পাঠানো হয়েছে প্রতিটি জেলার জেলাশাসক ও স্বাস্থ্য আধিকারিকদের।

একই সঙ্গে সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলির সুরক্ষার কাজ কতদূর এগোল তা খতিয়ে দেখতে প্রতিটি জেলার জেলাশাসকদের ভিজিট করার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ৯ অগস্ট আরজি করের সেমিনার হল থেকে ডাক্তারি ছাত্রীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। ধর্ষণ-খুনের ঘটনায় কারা কারা জড়িত তার তদন্তে নেমেছে সিবিআই। আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারকীয় ঘটনা থেকে শিক্ষা নিয়ে শীর্ষ আদালতের নির্দেশে এরপরই সরকারি হাসপাতালগুলির সুরক্ষায় ১০০ কোটি টাকা বরাদ্দ করেছে নবান্ন। সূত্রের খবর, প্রথম পর্যায়ে ৪০ কোটি টাকা মঞ্জুরও করেছে রাজ্যের অর্থ দফতর।

হাসপাতালে যে-সমস্ত জায়গা অন্ধকার বা আলো কম সেইসব জায়গায় পর্যাপ্ত আলো, সিসি ক্যামেরার ব্যবস্থা, রেস্টরুম, টয়লেট-সহ সামগ্রিক পরিকাঠামোর মানোন্নয়নের কথা বলা হয়েছিল। ইতিমধ্যে সেই কাজও শুরু হয়েছে বলে খবর। এ ব্যাপারেই কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এবার জেলাশাসক ও জেলা স্বাস্থ্য কর্তাদের পরিদর্শনের নির্দেশ দিল নবান্ন।


ভিডিও স্টোরি