শেষ আপডেট: 19th October 2024 08:11
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার রাতে শিলিগুড়ির একটি বহুতলের শৌচালয় থেকে এক নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের একাংশের আক্রমণের মুখেও পড়ে পুলিশ।
অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করে একাংশ বিক্ষোভকারী। ঘটনায় ইটের ঘায়ে জখম হয়েছেন এক পুলিশ কর্মী। পরে আরও পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তেজনা থাকায় শনিবার সকালেও সংশ্লিষ্ট এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ সূত্রের খবর, মৃত নার্সের নাম অর্চনা থাপা (২৫)। দার্জিলিংয়ের ওই বাসিন্দা শিলিগুড়ির ২৫ নম্বর ওয়ার্ডের মিলনপল্লির মুকুন্দ দাস সরণির একটি বহুতলে থাকতেন। তিনি শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন।
জানা যাচ্ছে, সংশ্লিষ্ট হাসপাতালের তরফে ওই বহুতলে নার্সদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। স্থানীয়দের অভিযোগ,
ওই বহুতলে দিনভরই বহু অচেনা লোকজন আসত। অভিযোগ, সেখনে অসামাজিক কার্যকলাপ চলতো। শুক্রবার রাতে ওই বহুতলের সামনে একটি অ্যাম্বুলেন্স এসে দাঁড়াতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। এরপরই বহুতলের একটি রুমের শৌচালয় থেকে নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
অভিযোগ, অ্যাম্বুলেন্সে করে দেহ পাচারের চেষ্টা করা হচ্ছিল। এই অভিযোগকে ঘিরেই কার্যত রণক্ষেত্র চেহারা নেয় এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। পুলিশকে লক্ষ্য করে ইটও ছোড়া হয়। পুলিশ জানিয়েছে, নার্সের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
পুলিশের ওপর হামলার ঘটনাতেও পৃথক মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষর কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।