শেষ আপডেট: 29th September 2024 09:01
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: পোষ্যকে হারিয়ে শোকে মুহ্যমান গেরস্থ! একই সঙ্গে আতঙ্কিতও। গোখরো সাপটা আবার আসবে না তো!
শনিবার রাতের ঘটনা। বাইরে মুষলধারে বৃষ্টি। এদিকে রান্নাঘর থেকে সমানে চিৎকার করে কাঁদছিল বিড়ালটা। পাত্তা দেননি বাড়ির মালকিন। আদর খাওয়ার জন্য বাড়ির মেনি যে হামেশাই এমনটা করে থাকে!
কিন্তু কে জানত, শনিবার রাতে আদরের মেনির কান্নাটা ছিল প্রাণ বাঁচানোর। সেই আর্তি বুঝতে না পারার আফশোস কিছুতেই কাটছে না! কান্নার আওয়াজে তিতিবিরক্ত হয়ে যখন রান্নাঘরে এলেন, ততক্ষণে আদরের বিড়ালকে অর্ধেকটা খেয়ে ফেলেছে গোখরো সাপ!
ভয়ঙ্কর সেই দৃশ্যের কথা মনে পড়লে এখনও শিউড়ে উঠছেন গেরস্থ। চোখের সামনে দেখেছেন, আস্ত বিড়ালটা গপ গপ করে গিলে ফেলেছে একটি গোখরো সাপ। ইতিমধ্যে ভাইরাল ভিডিও। জলপাইগুড়ি রায়কত পাড়ার ঘটনা। বিষয়টি প্রকাশ্যে আসতে আতঙ্ক ছড়িয়েছে সমগ্র এলাকায়।
জানা যায়, ঘটনার পর স্থানীয় সমাজসেবী ও পরিবেশ কর্মী অঙ্কুর দাসকে খবর দেওয়া হয়েছিল। সঙ্গে সঙ্গে তিনি পৌঁছে যান। সাপটিকে কোনও বাধা না দিয়ে বাড়ির লোকের মধ্যে সচেতনতার প্রচার করেন তিনি।
অঙ্কুরবাবু তাঁদের বোঝান, এই ধরনের ঘটনা হামেশাই ঘটে থাকে। আর এখন সাপটিকে ধরে বিড়াল উদ্ধার করে কোনও লাভ হবে না। কারন বিড়ালটিকে প্রায় গিলে ফেলেছে। তাই বিড়ালের বাঁচার আর কোনও সম্ভাবনা নেই।
দেখা যায়, বিড়ালটিকে গপ গপ করে গিলে খাওয়ার পর গোখরো নিজেই রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে যায়। তবে আতঙ্ক রয়ে গিয়েছে। আবার আসবে না তো!