শেষ আপডেট: 23rd August 2024 16:32
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার জন্য বিচারপতি টন্ডনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।
আরজি করে ছাত্রীকে ধর্ষণ ও খুন কাণ্ডের সূত্র ধরেই সামনে আসে মেডিক্যালের একাধিক দুর্নীতির অভিযোগ। কয়েকদিন আগে ওই ঘটনায় সিট গঠন করেছিল নবান্ন। তবে শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ আরজি করে আর্থিক দুর্নীতি-সহ সমস্ত দুর্নীতি মামলার তদন্তভার সিবিআইকে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
তারপরই সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়েরের আবেদন জানান সন্দীপ ঘোষ। তবে এখনই বিষয়টি গ্রহণ করতে রাজি নয় ডিভিশন বেঞ্চ।
৮ অগস্ট গভীর রাতে আরজি করে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনা ঘটে। এরপরই হাসপাতালে দুর্নীতির একাধিক অভিযোগ সামনে আসতে শুরু করে। সব অভিযোগেরই কেন্দ্রে ছিলেন প্রাক্তন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ। তিনিই নানা বিষয়ে হাসপাতালকে দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত করেছিলেন বলে অভিযোগ উঠেছিল।
এ ব্যাাপারে সন্দীপের বিরুদ্ধে সরব হন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। শুক্রবার এ ব্য়াপারেই আরজি করের সমস্ত দুর্নীতির তদন্ত সিবিআইকে করার নির্দেশ দিয়েছে আদালত। তারপরই তড়িঘড়ি আদালতে ছুটলেন প্রাক্তন অধ্যক্ষ। পর্যবেক্ষকদের মতে, সন্দীপ ঘোষের এহেন পদক্ষেপ থেকেই স্পষ্ট যে সময় যত গড়াচ্ছে ততই চাপ বাড়ছে তাঁর।
প্রসঙ্গত, ছাত্রী খুনের ঘটনায় শুক্রবার নিয়ে টানা আটদিন সিবিআইয়ের ম্যারাথন জেরার মুখোমুখি হতে হয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে।