শেষ আপডেট: 24th August 2024 12:34
দ্য ওয়াল ব্যুরো: দুই ভাইয়ের মধ্যে বিবাদ লেগেই থাকত। এবার সেই বিবাদ চরমে পৌঁছাল। ধারাল অস্ত্র দিয়ে ভাইকে কুপিয়ে খুন করল দাদা। হুগলি মগড়া থানার বাঁশবেড়িয়ায় ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত দাদাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, বাঁশবেড়িয়া মিলিটারি রোডে বাড়ির সামনে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া চলছিল। হঠাৎই দাদা সিকান্দর ছোট ভাই রাজেন্দ্রকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। হাতে গলায় আঘাতে রক্তাক্ত হয় যুবক। পুলিশ জানিয়েছে, স্থানীয়রা রাজেন্দ্রকে উদ্ধার করে সেই অবস্থায় মগড়া বোরোপাড়ার একটি নার্সিংহোমের নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। খবর পেয়ে পুলিশ আহতকে রাস্তা থেকেই অ্যাম্বুলেন্সে করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা দেখে জানিয়ে দেন মৃত্যু হয়েছে যুবকের।
প্রতিবেশীদের দাবি, দুই ভাই হামেশাই নিজেদের মধ্যে অশান্তি করত। কিন্তু কী কারণে তাঁদের মধ্যে এই অশান্তি তা জানা যায়নি। ঘটনার পর অভিযুক্ত সিকান্দর পালিয়ে যায়। পরে মগড়া থানার পুলিশ এলাকা থেকেই তাঁকে গ্রেফতার করে। কী কারণে নিজের ভাইকে এভাবে খুন করল, তা খতিয়ে দেখছে পুলিশ।