Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
এ বছর সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলির মধ্যে আইএমডিবি-র লিস্টে পয়লা নম্বরে রয়েছে যে সিনেমাবিয়ের আগেই গর্ভবতী হন নেহা! এনিয়ে স্পষ্ট বললেন, 'সমস্যা কোথায়, আমি তো অঙ্গদকে ডেট করতাম'বিহারে ভোটার তালিকা সংশোধনীতে স্থগিতাদেশ নয়, আধার কার্ডকে মান্যতা দিল সুপ্রিম কোর্টজঙ্গলের পাশে গাড়ির মধ্যে মদের আসর, তৃণমূল নেতা ও বিজেপি নেত্রীকে হাতেনাতে ধরলেন স্থানীয়রাবিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! মিষ্টিতে ওষুধ মিশিয়ে প্রেমিকার গর্ভপাত করালেন ব্যক্তিবাবা হওয়ার মাত্র ২০ দিন পরই ডিউটিতে ফিরেছিলেন! যুদ্ধবিমান দুর্ঘটনা আর ফিরতে দিল না বাড়িতেইংল্যান্ড সিরিজে চারখানা বিশ্বরেকর্ড ভাঙতে পারেন শুভমান, যার তিনটির মালিক ডন ব্র্যাডম্যান২৫ বছর পর আবার আসছে ‘কিউঁকি সাস ভি কভি বহু থি’, একতা কাপুর বললেন, 'এই শো তো শুধু আমাদের নয়'৪ অগস্ট শুনানি শুরু, রাজসাক্ষী হতে চেয়ে হাসিনার বিপদ বাড়ালেন সাবেক পুলিশ কর্তাওবিসি মামলায় জটিলতা অব্যাহত, আবেদনকারীদের সাধারণ ক্যাটাগরিতে ফর্ম ফিলাপের অনুমতি কোর্টের
Lok Sabha election results 2024

ভোটের বিপর্যয় খতিয়ে দেখতে বৈঠকে বসছে বিজেপির কোর কমিটি, সংঘাতের সম্ভাবনা

আলোচনায় অপরিহার্যভাবে উঠে আসবে, কেন লক্ষ্য পূরণ করা সম্ভব হল না? বিপর্যয়ের কারণ কী?

ভোটের বিপর্যয় খতিয়ে দেখতে বৈঠকে বসছে বিজেপির কোর কমিটি, সংঘাতের সম্ভাবনা

দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারী।

শেষ আপডেট: 15 June 2024 07:25

দ্য ওয়াল ব্যুরো: সাত দফা ভোট শেষে বাংলায় নজরকাড়া ফলাফলের আশা করেছিলেন বিজেপির শীর্ষ নেতারা। ৪২টির মধ্যে ৩০টি আসনে জয়ের স্বপ্ন অবশ্য পূরণ হয়নি। উল্টে গতবারের চেয়ে ৬টি কমে এবারে বাংলা থেকে বিজেপির সাংসদ সংখ্যা ১২। যদিও বিধানসভা ভিত্তিক ফলাফলের নিরিখে একুশের চেয়ে ভাল ফল করেছে গেরুয়া শিবির।

এমন পরিস্থিতিতে ভোটের ফল প্রকাশের পর শনিবার প্রথম বৈঠকে বসেছে রাজ্য বিজেপির কোর কমিটি।

সন্ধেই সল্টলেকের বৈঠকে কোর কমিটির ২৪ সদস্য ছাড়াও উপস্থিত থাকবেন বাংলার দায়িত্বে থাকা চার কেন্দ্রীয় নেতা সুনীল বনসল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য এবং আশা লাকড়া। বৈঠকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাশাপাশি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষেরও থাকার কথা। 

স্বাভাবিকভাবে, এদিনের বৈঠক নিয়ে দলের একাংশ সংঘাতের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। কারণ, আলোচনায় অপরিহার্যভাবে উঠে আসবে, কেন লক্ষ্য পূরণ করা সম্ভব হল না? বিপর্যয়ের কারণ কী?

ফল প্রকাশের পর থেকেই রাজ্য নেতাদের একাংশকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মেদিনীপুরের জেতা আসনের পরিবর্তে দিলীপকে এবারে প্রার্থী করা হয়েছিল বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। সেখানে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে প্রায় ১ লক্ষ ৩৭ হাজার ভোটে পরাজিত হন মেদিনীপুরের বিজেপি সাংসদ। এরপর থেকে কখনও 'কাঠিবাজি'র অভিযোগে কখনও 'নবীন-প্রবীণ' দ্বন্দ্বকে সামনে এনেছেন দিলীপ। গত চার বছর ধরে দলের কোনও কর্মসূচিতে তাঁকে ডাকা হয় না বলেও অভিযোগ করেছেন।

দিলীপ সরাসরি কারও নাম উল্লেখ করেননি। তবে পর্যবেক্ষকদের মতে, শুভেন্দু, সুকান্তদের ইঙ্গিত করেই যে দিলীপের আক্রমণ, তা তাঁর কথা থেকে স্পষ্ট। স্বাভাবিকভাবে, এদিনের বৈঠকে ফের দিলীপ 'কাঠিবাজি'র প্রসঙ্গ তুললে বা পাল্টা তাঁর বিরুদ্ধে দল বিরোধী কার্যকলাপের (দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ) প্রসঙ্গ উঠলে বৈঠক কোন দিকে মোড় নেবে তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে সব মহলে।


ভিডিও স্টোরি