শেষ আপডেট: 10th March 2024 11:22
দ্য ওয়াল ব্যুরো: আদালতের নির্দেশে রবিবার সন্দেশখালিতে সভা বিজেপির। ন্যাজাটের আক্রাতলায় সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে সভা করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। সভাকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, পুলিশকে নজর রাখতে বলেছে আদালত।
বস্তুত, এদিনই শহরে তৃণমূলের ব্রিগেড সমাবেশ। জেলা থেকে তৃণমূলের কর্মী-সমর্থকরা কলকাতামুখী। এমন আবহে সন্দেশখালিতে বিজেপির সভাকে ঘিরে সকাল থেকেই এলাকায় পুলিশি নজরদারি চোখে পড়ার মতো।
ইতিমধ্যে সন্দেশখালির উদ্দেশে রওনা দিয়েছেন বিজেপির নেতা, কর্মীরা। সূত্রের খবর, বেলা ১টার কিছুপরে সন্দেশখালিতে পৌঁছবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ বিজেপির রাজ্য নেতৃত্ব।
ইতিমধ্যে ১০ দিনের মধ্যে চারবার রাজ্য সফরে এসেছেন প্রধানমন্ত্রী মোদী। সন্দেশখালির প্রসঙ্গ টেনে তীব্র ভাষায় আক্রমণ করেছেন তিনি। লোকসভা ভোটে বাংলায় সন্দেশখালি ইস্যুকে হাতিয়ার করেই বিজেপি যে শাসক বিরোধী প্রচারকে তীব্রতর করতে চাইছে তা ইতিমধ্যেই স্পষ্ট। এবার সন্দেশখালির মঞ্চ থেকে শুভেন্দু-সুকান্ত কী বলেন, তা নিয়ে কর্মী-সমর্থকদের পাশাপাশি কৌতূহল রয়েছে রাজনৈতিক মহলেও।
তবে বিজেপিকে এদিন শর্ত সাপেক্ষে সন্দেশখালিতে সভা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতে জানিয়েছে, সভা থেকে কোনও কটুক্তি বা কুরুচিকর মন্তব্য করা যাবে না। সভার জেরে এলাকায় যেন কোনও অশান্তির পরিবেশ তৈরি না হয়। রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সভা করতে পারবে বিজেপি।
সন্দেশখালি অশান্ত হয়ে ওঠার পর দু'বার সেখানে যাওয়ার চেষ্টা করেছিলেন শুভেন্দু। কিন্তু পুলিশ তাঁকে ঢুকতে দেয়নি। শেষ পর্যন্ত গত মঙ্গলবার শুভেন্দু অধিকারীকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, শুভেন্দু এবং শঙ্কর ঘোষ সন্দেশখালি যেতে পারবেন। কিন্তু তাঁদের সঙ্গে কোনও নেতা-কর্মী যেতে পারবেন না। হাইকোর্টের নির্দেশের পর সেদিন সন্দেশখালি ঢোকেন শুভেন্দু। দীর্ঘক্ষণ তিনি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং বলে আসেন, ফের তিনি সন্দেশখালি আসবেন।
এরপরই ১০ মার্চ সন্দেশখালির পাশে সুন্দরখালিতে সভা করতে চেয়ে পুলিশের কাছে আর্জি জানায় বিজেপি। পুলিশ অনুমতি না দেওয়ায় আদালতের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। আদালতের অনুমতি সাপেক্ষেই এবার সন্দেশখালিতে সভা করছে বিজেপি। সূত্রের খবর, সভামঞ্চে হাজির থাকবেন নির্যাতিতারাও।