শেষ আপডেট: 4th September 2024 18:28
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর ইস্যুতে কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশ নিয়ে এবার সুপ্রিমকোর্টের দ্বারস্থ হলেন সিবিআই হেফাজতে থাকা সন্দীপ ঘোষ। সূত্রের খবর, বুধবার আইনজীবী মারফৎ শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ।
দেশের শীর্ষ আদালতে সন্দীপের আইনজীবীর অভিযোগ, আরজি কর নিয়ে হাইকোর্টে রুজু হওয়া দুর্নীতি মামলায় তাঁর মক্কেল যুক্ত হতে চেয়ে আবদেন জানিয়েছিলেন। কিন্তু এ ব্যাপারে তাঁদের বক্তব্য না শুনেই আবেদন খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷
একই সঙ্গে ছাত্রী ধর্ষণ-খুন কাণ্ডের সঙ্গে দুর্নীতির মামলাকে যুক্ত করে হাইকোর্টের করা মন্তব্য প্রত্যাহারের দাবিও জানিয়েছেন সন্দীপ ঘোষ। আদালত সূত্রে খবর, মামলাটি গ্রহণ করেছে শীর্ষ আদালত। আগামী ৬ সেপ্টেম্বর মামলার শুনানি হতে পারে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে।
প্রসঙ্গত, আরজি কর নিয়ে আগামীকাল বৃহস্পতিবারই শীর্ষ আদালতে শুনানি রয়েছে৷ সিবিআই কী রিপোর্ট পেশ করে তা নিয়ে কৌতূহল রয়েছে৷ তার মধ্যেই এবার শীর্ষ আদালতে গেল সন্দীপ ঘোষ।
গত ৯ অগস্ট আরজি করের সেমিনার হল থেকে উদ্ধার হয় ডাক্তারি ছাত্রীর দেহ। শুরু থেকেই কর্তৃপক্ষর বিরুদ্ধে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছিল। তাতে মদত দেওয়ার অভিযোগ উঠেছিল প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। সামনে আসে আরজি করের একাধিক দুর্নীতির অভিযোগেরও। আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি সন্দীপের বিরুদ্ধে চিকিৎসার জৈব বর্জ্য দুর্নীতি, সরকারি টাকা নয়ছয়, নির্মাণের জন্য আইন ভেঙে ঠিকাদার নিয়োগ-সহ একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ এনেছেন।
সেই সূত্রে আরজি কর হাসপাতালের মর্গ থেকে শুরু করে অধ্যক্ষের দফতরে পৌঁছেছিল সিবিআই। একাধিকবার হাসপাতালে এসে অনুসন্ধান চালায় তাঁরা। তারপরই সোমবার সন্দীপ-সহ চারজন গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সন্দীপ ঘোষকে ৮ দিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছে আদালত।