শেষ আপডেট: 8th October 2024 11:05
দ্য ওয়াল ব্যুরো: পূর্ব ঘোষণা মতো মঙ্গলবার সকাল ৯টা থেকে রাজ্য জুড়ে প্রতীকী অনশন কর্মসূচি শুরু করলেন জুনিয়র ডাক্তাররা। তাতে সামিল হয়েছেন সিনিয়র ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরাও।
সকালে এ ব্যাপারে আরজি করের সামনে এক সাংবাদিক বৈঠক থেকে রাজ্য মেডিকেল কাউন্সিলের বেনিয়ম নিয়ে সরব হন অন্যতম আন্দোলনকারী তথা আরজি করের চিকিৎসক তাপস প্রামাণিক। আরজি কর কাণ্ডের পর কাউন্সিলের প্রেসিডেন্ট পদ থেকে শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়কে সরিয়ে দেওয়া হয়েছে। এদিন সরাসরি সুদীপ্ত রায়ের উদ্দেশে তাপসের খোঁচা, “নিজেদেরই কোনও এথিক্স নেই, তাঁরা আবার ডাক্তারদের এথিক্স শেখাতে আসছেন।”
এই প্রসঙ্গে তিনি আরও বলেন, "আশিস পান্ডে, বীরুপাক্ষ বিশ্বাস, অভীক দে কারা এরা? কর্তৃপক্ষ কি এদের বেনিয়মের কথা জানতো না? সবটাই তো সুদীপ্ত রায়ের আমলেই হয়েছে।"
আন্দোলনকারীরা জানান, আরজি করের নির্যাতিতার বিচারের পাশাপাশি কলেজে কলেজে ভর্তিতে দুর্নীতি, থ্রেট কালচার-সব ধরনের বেনিয়ম বন্ধ না হওয়া পর্যন্ত তাঁদের এই আন্দোলন চলবে।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে ১০ দফা দাবিতে আন্দোলন চলছে জুনিয়র ডাক্তারদের। দ্বিতীয়বারের কর্মবিরতি অল্প দিনের মধ্যে তুলে নিয়ে তাঁরা এখন অনশন শুরু করেছেন ধর্মতলায়। তাঁদের সমর্থনে একাধিক সিনিয়র ডাক্তারও অনশন মঞ্চে সামিল হয়ে প্রতীকী প্রতিবাদ করছেন।
মঙ্গলবার জুনিয়রদের প্রতীকি অনশনে সামিল হয়েছেন সিনিয়র ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা। সকাল ৯টা থেকে রাত ৯টা অর্থাৎ ১২ ঘণ্টার প্রতীকী অনশন চলবে। পাশাপাশি বিকেল ৪টের সময় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার অনশন মঞ্চ পর্যন্ত 'মহামিছিল'-এর ডাক দেওয়া হয়েছে। সেখানে ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা তো থাকবেনই, সাধারণ নাগরিকদেরও মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।