শেষ আপডেট: 17th October 2024 20:38
দ্য ওয়াল ব্যুরো: আটদিনের মাথায় বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল থেকে ছাড়া পেলেন অনশন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়া জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো। তবে শারীরিকভাবে অনিকেত এখনও যথেষ্ট দুর্বল। সময় মেনে খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
তবে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আর্জি জানালেন অনিকেত মাহাতো। বললেন, "আশা করব মুখ্যমন্ত্রী আমাদের ১০ দফা দাবি দ্রুত পূরণ করবেন।"
গত ৫ অক্টোবর থেকে ধর্মতলায় ‘আমরণ অনশন’ শুরু করেছিলেন জুনিয়র চিকিৎসকরা। তবে শুরুতে যে ৬ জন চিকিৎসক আমরণ অনশনে যোগ দিয়েছিলেন তাঁদের মধ্যে আরজি করের কেউ ছিলেন না। এনিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্নও তোলা হয়। এর একদিন পরই অনশনে যোগ দিয়েছিলেন আরজি করের জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো।
গত ১০ অক্টোবর অনশনমঞ্চেই অসুস্থ হয়ে পড়েন অনিকেত। পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে তাঁকে ভর্তি করা হয়েছিল আরজি করে। সিসিইউতে রাখা হয়েছিল তাঁকে। অবশেষে আট দিনের মাথায় অনিকেতকে হাসপাতাল থেকে ছাড়া হল। আগামী দু'সপ্তাহ অনিকেতকে নিয়ম মেনে খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
পরে এ ব্যাপারে সাংবাদিক বৈঠক থেকে কিঞ্জল নন্দ বলেন, "অনিকেতের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হওয়ার পরও ও হাসপাতালে যেতে চাইছিল না। আমরাই জোর করে পাঠিয়েছিলাম।"
অনিকেতের মেডিক্যাল বোর্ডের চিকিৎসক সোমা মুখোপাধ্যায় বলেন, "দ্বিতীয়বার মেডিক্যাল বোর্ড গঠনের পর বৃহস্পতিবার ফের অনিকেতের শারীরিক পরীক্ষা করা হয়। এই মুহূর্তে ও ভাল রেসপন্স করছে। তাই ডিসচার্জ করা হল। তবে খাবার ও ঘুমের দিকে নজর দিতে হবে।"
এর আগে ধর্মতলার অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়েন জুনিয়র চিকিৎসক অনুষ্টুপ মুখোপাধ্যায়, পুলস্ত্য আচার্য, তনয়া পাঁজা। তবে এই মুহূর্তে তাঁদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে খবর। একই সঙ্গে অনশনরত বাকি জুনিয়র চিকিৎসকদের শারীরিক অবস্থাও ক্রমশ খারাপ হচ্ছে।
এরই মধ্যে মঙ্গলবার বিকেলে নতুন করে অনশনে যোগ দিয়েছেন আরও দুই জুনিয়র চিকিৎসক। তাঁরা হলেন, রুমেলিকা কুমার এবং স্পন্দন চৌধুরী। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরণ অনশনের পথ থেকে সরে আসার প্রশ্নই নেই।