শেষ আপডেট: 15th October 2024 21:35
দ্য ওয়াল ব্যুরো: কালীপুজোর আগেই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সূত্রের খবর, বিজেপির সদস্য সংগ্রহ অভিযান উপলক্ষ্যে রাজ্যে এলেও আদতে সাংগঠনিক রদবদল নিয়ে এদফায় চূড়ান্ত আলোচনা সেরে নিতে পারেন অমিত।
এবারের লোকসভা ভোটে জেতার পর বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করা হয়েছে। একই সঙ্গে তিনি বিজেপির রাজ্য সভাপতিও। বিজেপির সাংগঠনিক নিয়ম অনুযায়ী, এক ব্যক্তি একাধিক পদে থাকতে পারেন না। ভোটে জেতার পর সুকান্ত নিজেও জানিয়েছিলেন, তিন মাসের মধ্যে রাজ্য সভাপতি পদে বদল হবে। শুধু রাজ্য নয়, সেই সঙ্গে জেলায় জেলায় সাংগঠনিক রদবদলের কথাও শোনা গিয়েছিল তখন।
সূত্রের খবর, ইতিমধ্যে তিন মাসের বেশি সময় অতিক্রান্ত। স্বভাবতই, এ দফায় রাজ্যে এসে রাজ্য এবং জেলার সাংগঠনিক স্তরে রদবদল নিয়ে চূড়ান্ত আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২৪ অক্টোবর কলকাতায় আসতে পারেন অমিত। রাজ্যের দায়িত্বে থাকা পর্যবেক্ষক এবং রাজ্য নেতৃত্বর সঙ্গে এ ব্যাপারে শাহ আলোচনা করতে পারেন বলে খবর।
বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার এক নেতার কথায়, "রাজ্য সভাপতি বদলের সঙ্গে সঙ্গে জেলাতেও তার প্রভাব পড়ে। ফলে এই মুহূর্তে কে রাজ্য সভাপতি হবেন, তার ওপরই নির্ভর করছে জেলায় কে বা কারা প্রাধান্য পেতে পারেন।" শুভেন্দু ঘনিষ্ঠ মেদিনীপুরের ওই নেতার আরও সংযোজন, "একটা দোদুল্যমান অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। খেয়াল করে দেখবেন, গত তিন মাসে জেলা স্তরেও বিশেষ বড় কোনও মুভমেন্টও হয়নি। যে কারণে সাংগঠনিক রদবদলটা শীঘ্রই হওয়া জরুরি।"
ইতিমধ্যে গত ১৬ অগস্ট থেকে দেশজুড়ে সদস্য সংগ্রহ অভিযানে নেমেছে বিজেপি। এর আগে ২০১৯ সালে লোকসভা ভোটের মুখে সদস্য সংগ্রহ অভিযান করেছিল বিজেপি। প্রতি ৬ বছর অন্তর এই সদস্য অভিযান করে থাকে পদ্ম শিবির।
২৬ এ বিধানসভা ভোট। নেতৃত্বরা মনে করছেন, সদস্য অভিযান ঠিকভাবে করা গেলে ২৬ এর বিধানসভায় বাংলায় ভাল ফল হতে পারে।