শেষ আপডেট: 4th October 2023 21:22
দ্য ওয়াল ব্যুরো: ইডিকে তিনি যা লিখছেন, সেই তথ্য শুভেন্দু অধিকারী কীভাবে পাচ্ছেন, এই নিয়ে এবার বড়সড় প্রশ্ন তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দিল্লির ধর্না কর্মসূচি সেরে বুধবার সন্ধেয় কলকাতায় ফেরেন অভিষেক। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন সামনে এনেছেন অভিষেক। সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে অভিষেক বলেন, “আমি ইডিকে যা লিখে পাঠাচ্ছি, সেটা শুভেন্দু অধিকারী টুইট করছেন। কীভাবে এই তথ্য আসছে ওর হাতে? ইডির গ্রহণযোগ্যতা নিয়েই তো প্রশ্ন উঠছে।”
বিষয়টি নিয়ে আগামীদিনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক। তিনি বলেন, “ইডি বলে তো আর সন্দেহের ঊর্ধ্বে নয়। প্রয়োজনে আইনি পথেই পদক্ষেপ করব।”
একুশের ভোটে বাংলা দখলের স্বপ্ন পূরণ না হওয়ায় মোদী সরকার কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থাকে দিয়ে বারে বারে তৃণমূলের নেতা, মন্ত্রীদের হেনস্থা করছে বলে বারে বারে অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেকারণেই বারে বারে অভিষেককেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করছে বলেও দাবি তৃণমূল নেতৃত্বর। শুধু এরাজ্য নয়, বিরোধী রাজ্যগুলির নিয়ন্ত্রণ নিতে বিজেপি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে লেলিয়ে দিচ্ছে বলেও সর্বভারতীয়স্তরে অভিযোগ রয়েছে।
বছর ঘুরলেই লোকসভা ভোট। ইতিমধ্যে অবিজেপি দলগুলি একত্রিতভাবে গড়েছে ইন্ডিয়া জোট। জোটের তরফে ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। এমন আবহে ইডিকে লেখা চিঠি কীভাবে শুভেন্দুর হাতে যাচ্ছে, অভিষেকের তোলা প্রশ্নকে ঘিরে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
যদিও বিজেপির রাজ্য নেতৃত্বর বক্তব্য, কয়লা পাচার ও নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে অভিষেকের। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের ৯ অক্টোবর অভিষেককে তলব করেছে ইডি। তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপর পাল্টা চাপ তৈরি করতে এবং নজর অন্য দিকে ঘোরাতেই এমন কৌশলী দাবি করছেন তিনি।