Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রদ একপ্রকার অসম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র১৮ জুলাই মোদীর সভায় আমন্ত্রিত দিলীপ, শমীকের হাত ধরে মঞ্চে ফিরছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিসোনার গয়না বা রুপোর বাসন বন্ধক রেখে কী আর ঋণ নেওয়া যাবে না? নতুন ব্যাখ্যায় রিজার্ভ ব্যাঙ্কেরসৌদি যাওয়ার টোপ! ১২ বছরের পাত্রী, ২০ বছরের বর, গোপন বিয়ের আসরে পুলিশের হানা‘তুমিই আমায় পূর্ণ করেছ!’ আলকারাজ-সিনারের দ্বৈরথের আড়ালে রয়েছে তীব্র প্যাশন, অটুট শ্রদ্ধাইজরায়েলি হামলায় মৃত্যুর মুখ থেকে বেঁচে গিয়েছেন ইরানের প্রেসিডেন্ট, তাঁর সন্ধান কে দিয়েছিল'মুড়ি মিছরি এক হয়ে গেছে', চাকরিহারা 'যোগ্য'দের নবান্ন অভিযান যথাযথ, বার্তা শমীকেরAhmedabad Plane Crash: যান্ত্রিক বা রক্ষণাবেক্ষণের ত্রুটি মেলেনি, জানালেন এয়ার ইন্ডিয়া সিইওরক্তে ভেসে যাচ্ছে ঘর, বাবাকে কুপিয়ে খুন করল মা, 'চুপ থাক, নাহলে তোকেও...', হুমকি কিশোরকে!রাধিকার বান্ধবীর দাবি খারিজ করল পরিবার, এদিকে মোবাইলের মুছে ফেলা তথ্য ফিরিয়ে দেখছে পুলিশ
Suvendu Adhikari

'শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে তৃণমূল', গর্জে উঠলেন শুভেন্দু

ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে রেড রোডে অনুষ্ঠান করেছে বিজেপি। পরে বিধানসভায় এসে তাঁর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা।

'শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে তৃণমূল', গর্জে উঠলেন শুভেন্দু

শুভেন্দু অধিকারী

শেষ আপডেট: 6 July 2025 08:19

দ্য ওয়াল ব্যুরো: ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyama Prasad Mukherjee) জন্মদিবস উপলক্ষে রেড রোডে অনুষ্ঠান করেছে বিজেপি। পরে বিধানসভায় (Bidhansabha) এসে তাঁর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সহ বিজেপি বিধায়করা। তারপরই রাজ্য সরকারকে নিশানায় নেন শুভেন্দু। বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস সরকার।

বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। সেখান থেকে তিনি অভিযোগের সুরে বলেন, ''শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। রেড রোডের অনুষ্ঠান হোক কিংবা বিধানসভা, শাসক দলের নেতাদের কেউ তাঁর মূর্তিতে মাল্যদান করতে আসেননি। তাঁকে অবহেলা করেই ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস ঘোষণা না করে, ১ বৈশাখ করা হয়েছে।''

এই মন্তব্য করে বিধানসভার স্পিকার এবং ডেপুটি স্পিকারকেও আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। বলেন, বিধানসভায় যারা আসেন তাঁদের দলের প্রতিনিধি হয়ে আসেন। কিন্তু স্পিকার বা ডেপুটি স্পিকারকেও দেখা যায়নি শ্যামাপ্রসাদ মুখ্যোপাধ্যায়কে সম্মান জানাতে। স্পিকারের শারীরিক সমস্যা থাকতে পারে বা ব্যক্তিগত কারণ থাকতে পারে। কিন্তু তার বদলে ডেপুটি স্পিকারও কেন আসবেন না, সেই প্রশ্ন তোলেন রাজ্যের বিরোধী দলনেতা।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে কথা বলতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা আরও বলেন, ''১৯৪৭ সালের ২০ জুন, এই ব্যক্তি যদি পশ্চিমবঙ্গ সৃষ্টি না করতেন, তাহলে বাঙালি-হিন্দু তাঁর হোমল্যান্ড পেত না। তিনি যে আদর্শ নিয়ে পথ চলেছেন তার সেই আদর্শ এখন প্রতিষ্ঠিত করার সুযোগ রয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে। ২০২৬ সালে সেই কাজ করে দেখাতে হবে বাংলার মানুষকে।'' শুভেন্দুর কথায়, এমনটা হলে বাংলার প্রগতি, উন্নয়নে কোনও বাধা থাকবে না। দুর্নীতি, অত্যাচার থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ। 


ভিডিও স্টোরি