ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে রেড রোডে অনুষ্ঠান করেছে বিজেপি। পরে বিধানসভায় এসে তাঁর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা।
শুভেন্দু অধিকারী
শেষ আপডেট: 6 July 2025 08:19
দ্য ওয়াল ব্যুরো: ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyama Prasad Mukherjee) জন্মদিবস উপলক্ষে রেড রোডে অনুষ্ঠান করেছে বিজেপি। পরে বিধানসভায় (Bidhansabha) এসে তাঁর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সহ বিজেপি বিধায়করা। তারপরই রাজ্য সরকারকে নিশানায় নেন শুভেন্দু। বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস সরকার।
বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। সেখান থেকে তিনি অভিযোগের সুরে বলেন, ''শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। রেড রোডের অনুষ্ঠান হোক কিংবা বিধানসভা, শাসক দলের নেতাদের কেউ তাঁর মূর্তিতে মাল্যদান করতে আসেননি। তাঁকে অবহেলা করেই ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস ঘোষণা না করে, ১ বৈশাখ করা হয়েছে।''
এই মন্তব্য করে বিধানসভার স্পিকার এবং ডেপুটি স্পিকারকেও আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। বলেন, বিধানসভায় যারা আসেন তাঁদের দলের প্রতিনিধি হয়ে আসেন। কিন্তু স্পিকার বা ডেপুটি স্পিকারকেও দেখা যায়নি শ্যামাপ্রসাদ মুখ্যোপাধ্যায়কে সম্মান জানাতে। স্পিকারের শারীরিক সমস্যা থাকতে পারে বা ব্যক্তিগত কারণ থাকতে পারে। কিন্তু তার বদলে ডেপুটি স্পিকারও কেন আসবেন না, সেই প্রশ্ন তোলেন রাজ্যের বিরোধী দলনেতা।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে কথা বলতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা আরও বলেন, ''১৯৪৭ সালের ২০ জুন, এই ব্যক্তি যদি পশ্চিমবঙ্গ সৃষ্টি না করতেন, তাহলে বাঙালি-হিন্দু তাঁর হোমল্যান্ড পেত না। তিনি যে আদর্শ নিয়ে পথ চলেছেন তার সেই আদর্শ এখন প্রতিষ্ঠিত করার সুযোগ রয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে। ২০২৬ সালে সেই কাজ করে দেখাতে হবে বাংলার মানুষকে।'' শুভেন্দুর কথায়, এমনটা হলে বাংলার প্রগতি, উন্নয়নে কোনও বাধা থাকবে না। দুর্নীতি, অত্যাচার থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ।