আগামী ৪ জুলাই মামলার পরবর্তী শুনানি। সেই দিন কমিশনকে আদালতে জমা দিতে হবে মেধা তালিকা, নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর।
কলকাতা হাইকোর্ট
শেষ আপডেট: 1 July 2025 10:10
দ্য ওয়াল ব্যুরো: শারীরশিক্ষা ও কর্মশিক্ষা নিয়োগে একাধিক গরমিল। নতুন করে এফআইআর (FIR) দায়ের করে তদন্ত করতে চায় সিবিআই (CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদনে সম্মতি দিল না কলকাতা হাইকোর্ট। আগামী ৪ জুলাই মামলার পরবর্তী শুনানি। সেই দিন কমিশনকে আদালতে জমা দিতে হবে মেধা তালিকা, নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর (Justice Biswajit Basu)।
মঙ্গলবার সিবিআইয়ের আইনজীবী ধীরাজ ত্রিবেদী আদালতে জানান, "আমাদের কাছে তদন্তে বিভিন্ন তথ্য উঠে এসেছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশনের নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে। কিন্তু সেটা নিয়ে তদন্ত করা আমাদের এক্তিয়ারে নেই। যতক্ষণ না আদালত কোনও নির্দেশ দিচ্ছে। আমরা এখনও এই বিষয়গুলো তদন্ত করিনি।"
এরপর বিচারপতি বিশ্বজিৎ বসু সিবিআইয়ের উদ্দেশে বলেন, "তার মানে সিবিআই একটি পৃথক এফআইআর করতে চাইছে?"
সিবিআইয়ের পক্ষে আইনজীবী উত্তরে জানান, "আমাদের এবিষয়ে তদন্ত করতে গেলে আলাদা করে এফআইআর করে চার্জশিট জমা দিতে হবে নিম্ন আদালতে।" আবেদনকারীর আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বিচারপতির উদ্দেশে বলেন, "শেষ শুনানিতে আপনি কমিশনকে মেধা তালিকা জমা দিতে বলেছিলেন।" বিচারপতি বসু জানান, "শুক্রবার পরবর্তী শুনানির দিন সেই মেধা তালিকা জমা দেবে কমিশন।" পরবর্তী শুনানি ৪ জুলাই দুপুর দুটোয়।