Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ঝাড়গ্রামের জঙ্গল ফিরিয়ে আনছে প্রাণ, বাড়ছে হাতি-নেকড়ে-হরিণ, বনবিভাগে স্বস্তির হাওয়াEng vs Ind: চতুর্থ ইনিংসে ঋষভ পন্থের গড় ৫২, জাদেজা-সুন্দরদের পরিসংখ্যান কিন্তু ভীতিকরদু’বার বদলানো হয়েছিল ফুয়েল কন্ট্রোল ইউনিট, তাও ড্রিমলাইনার ভেঙে পড়ল কেন, উঠছে প্রশ্ন'ওরাই দেশটা শেষ করেছে!' কানাডায় আবর্জনা ফেলার ভিডিও ভাইরাল হতেই সমালোচনার মুখে ভারতীয়রানিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রদ একপ্রকার অসম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র১৮ জুলাই মোদীর সভায় আমন্ত্রিত দিলীপ, শমীকের হাত ধরে মঞ্চে ফিরছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিসোনার গয়না বা রুপোর বাসন বন্ধক রেখে কী আর ঋণ নেওয়া যাবে না? নতুন ব্যাখ্যা রিজার্ভ ব্যাঙ্কেরসৌদি যাওয়ার টোপ! ১২ বছরের পাত্রী, ২০ বছরের বর, গোপন বিয়ের আসরে পুলিশের হানা‘তুমিই আমায় পূর্ণ করেছ!’ আলকারাজ-সিনারের দ্বৈরথের আড়ালে রয়েছে তীব্র প্যাশন, অটুট শ্রদ্ধাইজরায়েলি হামলায় মৃত্যুর মুখ থেকে বেঁচে গিয়েছেন ইরানের প্রেসিডেন্ট, তাঁর সন্ধান কে দিয়েছিল
Kolkata High Court

কর্ম ও শারীরশিক্ষা নিয়োগেও 'গরমিল': এখনই সিবিআই নয়, পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

আগামী ৪ জুলাই মামলার পরবর্তী শুনানি। সেই দিন কমিশনকে আদালতে জমা দিতে হবে মেধা তালিকা, নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর।

কর্ম ও শারীরশিক্ষা নিয়োগেও 'গরমিল': এখনই সিবিআই নয়, পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

কলকাতা হাইকোর্ট

শেষ আপডেট: 1 July 2025 10:10

দ্য ওয়াল ব্যুরো: শারীরশিক্ষা ও কর্মশিক্ষা নিয়োগে একাধিক গরমিল। নতুন করে এফআইআর (FIR) দায়ের করে তদন্ত করতে চায় সিবিআই (CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদনে সম্মতি দিল না কলকাতা হাইকোর্ট। আগামী ৪ জুলাই মামলার পরবর্তী শুনানি। সেই দিন কমিশনকে আদালতে জমা দিতে হবে মেধা তালিকা, নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর (Justice Biswajit Basu)।

মঙ্গলবার সিবিআইয়ের আইনজীবী ধীরাজ ত্রিবেদী আদালতে জানান, "আমাদের কাছে তদন্তে বিভিন্ন তথ্য উঠে এসেছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশনের নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে। কিন্তু সেটা নিয়ে তদন্ত করা আমাদের এক্তিয়ারে নেই। যতক্ষণ না আদালত কোনও নির্দেশ দিচ্ছে। আমরা এখনও এই বিষয়গুলো তদন্ত করিনি।"

এরপর বিচারপতি বিশ্বজিৎ বসু সিবিআইয়ের উদ্দেশে বলেন, "তার মানে সিবিআই একটি পৃথক এফআইআর করতে চাইছে?"

সিবিআইয়ের পক্ষে আইনজীবী উত্তরে জানান, "আমাদের এবিষয়ে তদন্ত করতে গেলে আলাদা করে এফআইআর করে চার্জশিট জমা দিতে হবে নিম্ন আদালতে।" আবেদনকারীর আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বিচারপতির উদ্দেশে বলেন, "শেষ শুনানিতে আপনি কমিশনকে মেধা তালিকা জমা দিতে বলেছিলেন।" বিচারপতি বসু জানান, "শুক্রবার পরবর্তী শুনানির দিন সেই মেধা তালিকা জমা দেবে কমিশন।" পরবর্তী শুনানি ৪ জুলাই দুপুর দুটোয়।


ভিডিও স্টোরি