Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ঝাড়গ্রামের জঙ্গল ফিরিয়ে আনছে প্রাণ, বাড়ছে হাতি-নেকড়ে-হরিণ, বনবিভাগে স্বস্তির হাওয়াEng vs Ind: চতুর্থ ইনিংসে ঋষভ পন্থের গড় ৫২, জাদেজা-সুন্দরদের পরিসংখ্যান কিন্তু ভীতিকরদু’বার বদলানো হয়েছিল ফুয়েল কন্ট্রোল ইউনিট, তাও ড্রিমলাইনার ভেঙে পড়ল কেন, উঠছে প্রশ্ন'ওরাই দেশটা শেষ করেছে!' কানাডায় আবর্জনা ফেলার ভিডিও ভাইরাল হতেই সমালোচনার মুখে ভারতীয়রানিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রদ একপ্রকার অসম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র১৮ জুলাই মোদীর সভায় আমন্ত্রিত দিলীপ, শমীকের হাত ধরে মঞ্চে ফিরছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিসোনার গয়না বা রুপোর বাসন বন্ধক রেখে কী আর ঋণ নেওয়া যাবে না? নতুন ব্যাখ্যা রিজার্ভ ব্যাঙ্কেরসৌদি যাওয়ার টোপ! ১২ বছরের পাত্রী, ২০ বছরের বর, গোপন বিয়ের আসরে পুলিশের হানা‘তুমিই আমায় পূর্ণ করেছ!’ আলকারাজ-সিনারের দ্বৈরথের আড়ালে রয়েছে তীব্র প্যাশন, অটুট শ্রদ্ধাইজরায়েলি হামলায় মৃত্যুর মুখ থেকে বেঁচে গিয়েছেন ইরানের প্রেসিডেন্ট, তাঁর সন্ধান কে দিয়েছিল
Emergency Landing of Tokyo-Delhi Air India Flight in Kolkata

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, কলকাতায় জরুরি অবতরণ টোকিও-দিল্লি এয়ার ইন্ডিয়া বিমানের

চলতি মাসেই আমদাবাদে ২৪১ জনকে নিয়ে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। একজন বাদে সকলেই প্রাণ হারান। ফলে এদিনের ঘটনায় যাত্রী ও কর্তৃপক্ষের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি হয়।

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, কলকাতায় জরুরি অবতরণ টোকিও-দিল্লি এয়ার ইন্ডিয়া বিমানের

প্রতীকী ছবি

শেষ আপডেট: 30 June 2025 06:07

দ্য ওয়াল ব্যুরো: ফের বড়সড় বিমান দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন শতাধিক যাত্রী। টোকিও থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি আন্তর্জাতিক বিমান, এআই ৩৫৭-এ মাঝ আকাশে দেখা দিল যান্ত্রিক ত্রুটি। দ্রুত সতর্কতা অবলম্বন করে রবিবার বিকেল ৩টে ৩৩ মিনিটে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটির।

সূত্রের খবর, বিমানের ককপিট থেকেই প্রথমে প্রযুক্তিগত সমস্যার সংকেত মেলে। পাইলট সঙ্গে সঙ্গে কলকাতার এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (ATC) সঙ্গে যোগাযোগ করেন এবং জরুরি অবতরণের অনুমতি চান। বিমানটিতে তখন ২৪১ জন যাত্রী ও কেবিন ক্রু সদস্য ছিলেন। অনুমতি পেয়ে, কলকাতা বিমানবন্দরে জরুরি পরিষেবাগুলি চালু করে তৎপর হয় বিমানবন্দর কর্তৃপক্ষ। অবশেষে নিরাপদে নামানো যায় বিমানটিকে।

চলতি মাসেই আমদাবাদে ২৪১ জনকে নিয়ে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। একজন বাদে সকলেই প্রাণ হারান। ফলে এদিনের ঘটনায় যাত্রী ও কর্তৃপক্ষের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি করে।

অনেকেই বলছেন, এয়ার ইন্ডিয়ার বিমানে এই ধরণের প্রযুক্তিগত ত্রুটি নতুন নয়। কিছুদিন আগেই মুম্বইগামী একটি বিমানে মাঝপথে সমস্যা দেখা দেওয়ায় কলকাতায় জরুরি অবতরণ করানো হয়েছিল। সেই বিমানটি একটানা ২৪ ঘণ্টার বেশি সময় দাঁড়িয়ে ছিল কলকাতা বিমানবন্দরে।

এত ঘনঘন যান্ত্রিক ত্রুটির ঘটনা প্রশ্ন তুলে দিচ্ছে এয়ার ইন্ডিয়ার রক্ষণাবেক্ষণ নীতি নিয়েও। বিশেষ করে আন্তর্জাতিক রুটে চলা বিমানগুলিতে পরপর এমন প্রযুক্তিগত সমস্যা নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞ মহল। অনেকেই মনে করছেন, সময় এসেছে কঠোর পর্যালোচনার। যাত্রীদের নিরাপত্তা যেন কোনও ভাবেই বিঘ্নিত না হয়, সেদিকে কড়া নজর দেওয়ার দাবিও উঠছে।


ভিডিও স্টোরি