কলেজেরই এক প্রাক্তন ছাত্রী জানিয়েছেন, প্রতিদিন সন্ধ্যায় ইউনিয়ন রুমে বন্ধুদের সঙ্গে মদ্যপান করতেন মনোজিৎ। সেই ঘরটাই কার্যত 'ঠেক'-এ পরিণত হয়েছিল বলে তাঁর দাবি।
মনোজিৎ মিশ্র
শেষ আপডেট: 4 July 2025 14:07
দ্য ওয়াল ব্যুরো: কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের (Kasba Law College) গণধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ (Manojit Mishra) ওরফে ‘ম্যানগো’ সম্পর্কে উঠে এল আরও বিস্ফোরক তথ্য। কলেজেরই এক প্রাক্তন ছাত্রী জানিয়েছেন, প্রতিদিন সন্ধ্যায় ইউনিয়ন রুমে বন্ধুদের সঙ্গে মদ্যপান করতেন মনোজিৎ। সেই ঘরটাই কার্যত 'ঠেক'-এ পরিণত হয়েছিল বলে তাঁর দাবি।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ছাত্রী এক সংবাদমাধ্যমকে জানান, ২০১৬ সালে তিনি কলেজে ভর্তি হন। মনোজিৎ মিশ্র ভর্তি হন এক বছর পরে। সেই সময় থেকেই মহিলাদের হেনস্থা করতেন তিনি। কখনও কলেজের নিরাপত্তারক্ষীকে মারধর, তো কখনও কর্মীদের গুলি করে দেওয়ার হুমকি, এ ভাবেই কলেজ চত্বরে একপ্রকার ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন মনোজিৎ
তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন (TMCP) নেতা মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে একাধিক ফৌজদারি অভিযোগ রয়েছে। ২০১৯ সালের জুলাই মাসে এক ছাত্রীর জামা ছিঁড়ে দেওয়ার অভিযোগ, এবং ২০২২ সালের মার্চ মাসে এক মহিলাকে শ্লীলতাহানির ঘটনায় তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়।
এ বছর মে মাসেও কলেজের নিরাপত্তারক্ষীকে মারধর ও সম্পত্তি ভাঙচুরের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়।
২০০৭ সালে মনোজিৎ সাউথ ক্যালকাটা ল কলেজে প্রথম ভর্তি হন, কিন্তু ২০১১ সালে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর রাজনীতি নিয়ে ব্যস্ত হয়ে পড়েন এবং কোর্স অসমাপ্ত রেখে পড়াশোনা ছেড়ে দেন। পরে ২০১৭ সালে ফের ভর্তি হয়ে ২০২২ সালে স্নাতক হন। এরপর কলেজেই অস্থায়ী কেরানি হিসেবে কাজে যোগ দেন। কলেজ সূত্রে জানা গেছে, প্রতিদিনের হাজিরার ভিত্তিতে ৫০০ টাকা করে তাঁকে দেওয়া হত।
২৪ জুন রাতে ল কলেজের মধ্যে এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ-সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে একজন কলেজের নিরাপত্তারক্ষীও রয়েছেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে। তদন্তে নেমেছে কলকাতা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT)।