ঘটনার ছ’দিন পর সেই অভিযুক্তকে অবশেষে বহিষ্কার করল কলেজ কর্তৃপক্ষ। শিক্ষা দফতরের কড়া নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে কলেজের তরফে।
ফাইল ছবি
শেষ আপডেট: 1 July 2025 04:56
দ্য ওয়াল ব্যুরো: কসবার ল কলেজে (Kasba Law College) গণধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত ছিলেন কলেজের অস্থায়ী কর্মী ও শাসকদলের ছাত্র সংগঠনের এক প্রাক্তন ছাত্র। ঘটনার ছ’দিন পর সেই অভিযুক্তকে অবশেষে বহিষ্কার করল কলেজ কর্তৃপক্ষ। শিক্ষা দফতরের কড়া নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে কলেজের তরফে।
প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্র (Manojit Mishra) ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সক্রিয় কর্মী। কান পাতলেই শোনা যেত তাঁর দাপটের কথা। কলেজে এক সময় পড়েছেন, পরে অস্থায়ী কর্মীর চাকরি পান। বিভিন্ন অভিযোগে নাম জড়ালেও এতদিন পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এবার বিকাশ ভবনের হস্তক্ষেপে তাঁকে বহিষ্কার করা হয়েছে।
ধৃতদের মধ্যে আরও দুই ছাত্রের নাম রয়েছে। একজন জইব আহমেদ এবং অন্যজন প্রমিত মুখোপাধ্যায়। কলেজে এখনও পড়াশোনা চালাচ্ছিলেন তাঁরা। কলেজ সূত্রে খবর, তাঁদের স্টুডেন্টশিপ বাতিল করা হয়েছে। অর্থাৎ, অভিযুক্তদের কেউই আর ওই প্রতিষ্ঠানে ফিরতে পারবে না।
ঘটনার পর থেকেই কলেজ চত্বরে বহিরাগত তত্ত্ব উঠে এসেছে। অভিযোগ উঠেছে, অভিযুক্তের মদতে কলেজে ভর্তির নামে টাকা নেওয়ার ঘটনাও। সবমিলিয়ে নতুন করে নিরাপত্তা এবং নিয়মকানুনে কড়াকড়ি আনতে চাইছে কলেজ কর্তৃপক্ষ।