Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
চপ-সিঙ্গারা-জিলিপির পাশে সিগারেটের মতোই সতর্কবার্তা, নাগপুর থেকে প্রচার শুরু এইমসেরএসএসসি-র সময়সীমা বাড়ল, তবু উপেক্ষিত স্পেশাল বি.এড প্রার্থীরা, ফের মামলা হাইকোর্টেস্বামী-স্ত্রীর গোপনে রেকর্ড করা ফোনালাপ, ডিভোর্স মামলায় গ্রহণযোগ্য সাক্ষ্যপ্রমাণ: সুপ্রিম কোর্টঝাড়গ্রামের জঙ্গল ফিরিয়ে আনছে প্রাণ, বাড়ছে হাতি-নেকড়ে-হরিণ, বনবিভাগে স্বস্তির হাওয়াEng vs Ind: চতুর্থ ইনিংসে ঋষভ পন্থের গড় ৫২, জাদেজা-সুন্দরদের পরিসংখ্যান কিন্তু ভীতিকরদু’বার বদলানো হয়েছিল ফুয়েল কন্ট্রোল ইউনিট, তাও ড্রিমলাইনার ভেঙে পড়ল কেন, উঠছে প্রশ্ন'ওরাই দেশটা শেষ করেছে!' কানাডায় আবর্জনা ফেলার ভিডিও ভাইরাল হতেই সমালোচনার মুখে ভারতীয়রানিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রদ একপ্রকার অসম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র১৮ জুলাই মোদীর সভায় আমন্ত্রিত দিলীপ, শমীকের হাত ধরে মঞ্চে ফিরছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিসোনার গয়না বা রুপোর বাসন বন্ধক রেখে কী আর ঋণ নেওয়া যাবে না? নতুন ব্যাখ্যা রিজার্ভ ব্যাঙ্কের
Kasba Law College

গণধর্ষণের ৬ দিন পর কলেজ থেকে বহিষ্কৃত মূল অভিযুক্ত মনোজিৎ, বাকি দু'জনের কী হল?

ঘটনার ছ’দিন পর সেই অভিযুক্তকে অবশেষে বহিষ্কার করল কলেজ কর্তৃপক্ষ। শিক্ষা দফতরের কড়া নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে কলেজের তরফে।

গণধর্ষণের ৬ দিন পর কলেজ থেকে বহিষ্কৃত মূল অভিযুক্ত মনোজিৎ, বাকি দু'জনের কী হল?

ফাইল ছবি

শেষ আপডেট: 1 July 2025 04:56

দ্য ওয়াল ব্যুরো: কসবার ল কলেজে (Kasba Law College) গণধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত ছিলেন কলেজের অস্থায়ী কর্মী ও শাসকদলের ছাত্র সংগঠনের এক প্রাক্তন ছাত্র। ঘটনার ছ’দিন পর সেই অভিযুক্তকে অবশেষে বহিষ্কার করল কলেজ কর্তৃপক্ষ। শিক্ষা দফতরের কড়া নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে কলেজের তরফে।

প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্র (Manojit Mishra) ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সক্রিয় কর্মী। কান পাতলেই শোনা যেত তাঁর দাপটের কথা। কলেজে এক সময় পড়েছেন, পরে অস্থায়ী কর্মীর চাকরি পান। বিভিন্ন অভিযোগে নাম জড়ালেও এতদিন পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এবার বিকাশ ভবনের হস্তক্ষেপে তাঁকে বহিষ্কার করা হয়েছে।

ধৃতদের মধ্যে আরও দুই ছাত্রের নাম রয়েছে। একজন জইব আহমেদ এবং অন্যজন প্রমিত মুখোপাধ্যায়। কলেজে এখনও পড়াশোনা চালাচ্ছিলেন তাঁরা। কলেজ সূত্রে খবর, তাঁদের স্টুডেন্টশিপ বাতিল করা হয়েছে। অর্থাৎ, অভিযুক্তদের কেউই আর ওই প্রতিষ্ঠানে ফিরতে পারবে না।

ঘটনার পর থেকেই কলেজ চত্বরে বহিরাগত তত্ত্ব উঠে এসেছে। অভিযোগ উঠেছে, অভিযুক্তের মদতে কলেজে ভর্তির নামে টাকা নেওয়ার ঘটনাও। সবমিলিয়ে নতুন করে নিরাপত্তা এবং নিয়মকানুনে কড়াকড়ি আনতে চাইছে কলেজ কর্তৃপক্ষ।


ভিডিও স্টোরি