এই তালিকা ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আরও তথ্য পাওয়ার আশায় তদন্তকারীরা।
ফাইল ছবি।
শেষ আপডেট: 30 June 2025 05:11
দ্য ওয়াল ব্যুরো: কসবা কলেজে (Kasba Incident) নারকীয় ঘটনায় নতুন মোড়। গত বুধবার, ২৫ জুন বিকেল ৪টের পর কলেজে ঠিক কতজন ছিলেন এবং তাঁরা কেন উপস্থিত ছিলেন (Who was in the college after 4 pm on the day of the incident), তা নিয়ে তদন্তে তৎপরতা শুরু করেছে পুলিশ (Police Investigating)। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। তৈরি হয়েছে একটি বিশদ তালিকাও।
কলেজটি ডে কলেজ। সাধারণত, বিকেল ৪টার মধ্যেই ছুটি হয়ে যায়। তা সত্ত্বেও সেদিন বিকেল ৪টের পর কলেজে ১৭ জন কেন ছিলেন, তা নিয়েই উঠছে প্রশ্ন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই ১৭ জনের মধ্যে কেউ কি কিছু সন্দেহজনক দেখেছিল, না কি অন্য কোনও উদ্দেশ্য নিয়ে তাঁরা থেকে গিয়েছিলেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই দু’জনকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের বয়ানে মিল খুঁজতে কাজ চলছে। বাকিদেরও শীঘ্রই ডেকে পাঠাবে তদন্তকারী দল।
প্রসঙ্গত, গত বুধবার কসবার ল কলেজে এক ছাত্রীর গণধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্র-সহ মোট ৪ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তবে, তদন্তে নিত্যনতুন তথ্য উঠে আসায় পুরো ঘটনা ক্রমশ জটিল হচ্ছে।
কলেজের প্রাঙ্গণে ৪টের পর থেকে ঠিক কী কী ঘটেছিল, তা বিস্তারিত জানতে চাইছে পুলিশ। প্রশ্ন উঠছে কলেজের নিরাপত্তা ব্যবস্থাও নিয়েও। এই তালিকা ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আরও তথ্য পাওয়ার আশায় তদন্তকারীরা।