Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
দু’বার বদলানো হয়েছিল ফুয়েল কন্ট্রোল ইউনিট, তাও ড্রিমলাইনার ভেঙে পড়ল কেন, উঠছে প্রশ্ন'ওরাই দেশটা শেষ করেছে!' কানাডায় আবর্জনা ফেলার ভিডিও ভাইরাল হতেই সমালোচনার মুখে ভারতীয়রানিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রদ একপ্রকার অসম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র১৮ জুলাই মোদীর সভায় আমন্ত্রিত দিলীপ, শমীকের হাত ধরে মঞ্চে ফিরছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিসোনার গয়না বা রুপোর বাসন বন্ধক রেখে কী আর ঋণ নেওয়া যাবে না? নতুন ব্যাখ্যা রিজার্ভ ব্যাঙ্কেরসৌদি যাওয়ার টোপ! ১২ বছরের পাত্রী, ২০ বছরের বর, গোপন বিয়ের আসরে পুলিশের হানা‘তুমিই আমায় পূর্ণ করেছ!’ আলকারাজ-সিনারের দ্বৈরথের আড়ালে রয়েছে তীব্র প্যাশন, অটুট শ্রদ্ধাইজরায়েলি হামলায় মৃত্যুর মুখ থেকে বেঁচে গিয়েছেন ইরানের প্রেসিডেন্ট, তাঁর সন্ধান কে দিয়েছিল'মুড়ি মিছরি এক হয়ে গেছে', চাকরিহারা 'যোগ্য'দের নবান্ন অভিযান যথাযথ, বার্তা শমীকেরAhmedabad Plane Crash: যান্ত্রিক বা রক্ষণাবেক্ষণের ত্রুটি মেলেনি, জানালেন এয়ার ইন্ডিয়া সিইও
Kasba Incident

কসবা কাণ্ড: ঘটনার দিন বিকেল ৪টের পর কারা ছিলেন কলেজে? তদন্তে পুলিশ

এই তালিকা ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আরও তথ্য পাওয়ার আশায় তদন্তকারীরা।

কসবা কাণ্ড: ঘটনার দিন বিকেল ৪টের পর কারা ছিলেন কলেজে? তদন্তে পুলিশ

ফাইল ছবি।

শেষ আপডেট: 30 June 2025 05:11

দ্য ওয়াল ব্যুরো: কসবা কলেজে (Kasba Incident) নারকীয় ঘটনায় নতুন মোড়। গত বুধবার, ২৫ জুন বিকেল ৪টের পর কলেজে ঠিক কতজন ছিলেন এবং তাঁরা কেন উপস্থিত ছিলেন (Who was in the college after 4 pm on the day of the incident), তা নিয়ে তদন্তে তৎপরতা শুরু করেছে পুলিশ (Police Investigating)। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। তৈরি হয়েছে একটি বিশদ তালিকাও।

কলেজটি ডে কলেজ। সাধারণত, বিকেল ৪টার মধ্যেই ছুটি হয়ে যায়। তা সত্ত্বেও সেদিন বিকেল ৪টের পর কলেজে ১৭ জন কেন ছিলেন, তা নিয়েই উঠছে প্রশ্ন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই ১৭ জনের মধ্যে কেউ কি কিছু সন্দেহজনক দেখেছিল, না কি অন্য কোনও উদ্দেশ্য নিয়ে তাঁরা থেকে গিয়েছিলেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই দু’জনকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের বয়ানে মিল খুঁজতে কাজ চলছে। বাকিদেরও শীঘ্রই ডেকে পাঠাবে তদন্তকারী দল।

প্রসঙ্গত, গত বুধবার কসবার ল কলেজে এক ছাত্রীর গণধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্র-সহ মোট ৪ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তবে, তদন্তে নিত্যনতুন তথ্য উঠে আসায় পুরো ঘটনা ক্রমশ জটিল হচ্ছে।

কলেজের প্রাঙ্গণে ৪টের পর থেকে ঠিক কী কী ঘটেছিল, তা বিস্তারিত জানতে চাইছে পুলিশ। প্রশ্ন উঠছে কলেজের নিরাপত্তা ব্যবস্থাও নিয়েও। এই তালিকা ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আরও তথ্য পাওয়ার আশায় তদন্তকারীরা।


ভিডিও স্টোরি