Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ভারতের প্যাকেটজাত খাবারে সতর্কবার্তা চাই, স্টার রেটিং নয়, কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের চপ-সিঙ্গারা-জিলিপির পাশে সিগারেটের মতোই সতর্কবার্তা, নাগপুর থেকে প্রচার শুরু এইমসেরএসএসসি-র সময়সীমা বাড়ল, তবু উপেক্ষিত স্পেশাল বি.এড প্রার্থীরা, ফের মামলা হাইকোর্টেস্বামী-স্ত্রীর গোপনে রেকর্ড করা ফোনালাপ, ডিভোর্স মামলায় গ্রহণযোগ্য সাক্ষ্যপ্রমাণ: সুপ্রিম কোর্টঝাড়গ্রামের জঙ্গল ফিরিয়ে আনছে প্রাণ, বাড়ছে হাতি-নেকড়ে-হরিণ, বনবিভাগে স্বস্তির হাওয়াEng vs Ind: চতুর্থ ইনিংসে ঋষভ পন্থের গড় ৫২, জাদেজা-সুন্দরদের পরিসংখ্যান কিন্তু ভীতিকরদু’বার বদলানো হয়েছিল ফুয়েল কন্ট্রোল ইউনিট, তাও ড্রিমলাইনার ভেঙে পড়ল কেন, উঠছে প্রশ্ন'ওরাই দেশটা শেষ করেছে!' কানাডায় আবর্জনা ফেলার ভিডিও ভাইরাল হতেই সমালোচনার মুখে ভারতীয়রানিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রদ একপ্রকার অসম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র১৮ জুলাই মোদীর সভায় আমন্ত্রিত দিলীপ, শমীকের হাত ধরে মঞ্চে ফিরছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি
Sukanta Majumdar

'অতিসক্রিয় পুলিশ', কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে কী বললেন সুকান্ত মজুমদার

সুকান্ত মজুমদারের ওপর ‘হামলা’র ঘটনা নিয়ে সরাসরি হস্তক্ষেপ করেছে লোকসভার সচিবালয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি পাঠিয়ে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তথ্য চাইতে। 

'অতিসক্রিয় পুলিশ', কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে কী বললেন সুকান্ত মজুমদার

সুকান্ত মজুমদার

শেষ আপডেট: 2 July 2025 08:23

দ্য ওয়াল ব্যুরো: ডায়মন্ড হারবারে হামলার অভিযোগ এবং কসবায় প্রতিবাদ মিছিলে বাধা — দুই ঘটনাকেই সামনে এনে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন বিজেপির রাজ্য সভাপতি (BJP State President) সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। বুধবার নিজে হাজির হয়ে মামলা দায়ের করলেন তিনি।

গত ১৯ জুন ডায়মন্ড হারবারে দলের এক জখম কর্মীকে দেখতে গিয়ে আক্রান্ত হওয়ার অভিযোগ তোলেন সুকান্ত। তাঁর দাবি, কনভয় ঘিরে ইট-পাটকেল ছোড়া হয়, গাড়ি ভাঙচুর করা হয়। অভিযোগের কেন্দ্রে ডায়মন্ড হারবারের পুলিশ সুপার। সুকান্তর কথায়, “তিনি ঘটনাস্থলে ছিলেন, অথচ কোনও পদক্ষেপ নেননি।” প্রাণনাশের আশঙ্কা করে এরপর তিনি রাজ্যের মুখ্যসচিব, পুলিশ ডিজি এবং লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লেখেন।

এরপর কসবায় নির্যাতনের ঘটনায় প্রতিবাদ জানাতে সুকান্ত নেতৃত্ব দেন গড়িয়াহাট থেকে কসবা থানার উদ্দেশ্যে মিছিলে। তবে পুলিশি বাধায় মাঝপথেই তাঁকে ও অন্যান্য বিজেপি নেতাদের গ্রেফতার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে এ দিন কলকাতা হাইকোর্টে মামলা করেন তিনি। আদালতের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত বলেন, "গত মাসে আমাকে বিভিন্ন স্থান থেকে তিনবার আটক করা হয়েছে। ১২ জুন, আমাকে কালীঘাটে আটক করা হয়েছিল, ২০ জুন, যখন আমি একজন ব্যক্তির বাড়িতে যাচ্ছিলাম এবং ২৮ জুন, গণতান্ত্রিক আন্দোলন করার জন্য। এটি একজন ব্যক্তির মৌলিক অধিকারের লঙ্ঘন। আমি আমার গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি।"

এদিকে আবার সুকান্ত মজুমদারের ওপর ‘হামলা’র ঘটনা নিয়ে সরাসরি হস্তক্ষেপ করেছে লোকসভার সচিবালয় (Lok Sabha Secretariat)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে (MHA) চিঠি পাঠিয়ে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তথ্য চাইতে। আগামী ১৫ দিনের মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট পাঠাতে হবে। এই ইস্যুতে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ ও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে পাঠানো হয়েছে চিঠির অনুলিপিও।


ভিডিও স্টোরি