Date : 20th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
লন্ডনের রাস্তায় হাত ধরে ঘুরছেন চাহাল-মাহভাশ, দু'জনের মিষ্টি ভিডিও ভাইরালমহিলা পুলিশ আধিকারিকের সঙ্গে লিভ-ইন, ঝগড়ার পর গলা টিপে খুন! অভিযুক্ত CRPF জওয়ানএই রাজ্যের সমস্ত স্কুলে নিয়মিত গীতা পাঠ বাধ্যতামূলক, জানাল শিক্ষা পর্ষদ‘বিয়ে করলেই বিদেশ!' কানাডা-ফেরত সুন্দরীর ফাঁদে পাঞ্জাবের বহু পরিবার, ধৃত মা ও মেয়েট্রাম্পকে ‘যৌন হেনস্তাকারী’ বলতেই, ঠোঁট নাড়িয়ে সম্মতি! বললেন, 'হ্যাঁ ঠিক, এটাই সত্যি'ওষুধের বিনিময়ে যৌন সম্পর্ক! রোগীদের মাদক খাইয়ে 'ধর্ষণ'-এর অভিযোগ ভারতীয় চিকিৎসকের বিরুদ্ধেছাদ থেকে পড়ে মৃত্যু তরুণীর, স্বামী অবলীলায় বলছেন, 'পা পিছলে গেছিল, সবই ঈশ্বরের ইচ্ছা'Dilip Ghosh: জল্পনার অবসান! একুশে জুলাই শহিদ স্মরণে সভা করবেন দিলীপ ঘোষওব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম নদীবাঁধ তৈরির কাজ শুরু করল চীন, জলসংকটের আশঙ্কায় উদ্বিগ্ন ভারত!পাটনা হাসপাতাল গুলিকাণ্ড: আনন্দপুর থেকে আটক আরও ৫ জন, পুলিশে জালে মোট ১০
Kasba Law College

'আমরা তো বেরিয়ে যাব, জুনিয়রদের কী হবে?' একগুচ্ছ অভিযোগ কসবা ল কলেজের ছাত্রীদের

ওপর ওপর ঝা চকচকে হলেও কলেজের ভিতরের নিরাপত্তা যে একেবারে ফোঁপরা হয়ে আছে সেগুলোই সাংবাদিক বৈঠক করে এক এক করে তুলে ধরলেন ল কলেজের ছাত্রীরা 

'আমরা তো বেরিয়ে যাব, জুনিয়রদের কী হবে?' একগুচ্ছ অভিযোগ কসবা ল কলেজের ছাত্রীদের

একগুচ্ছ অভিযোগ কসবা ল কলেজের ছাত্রীদের

শেষ আপডেট: 30 June 2025 09:58

দ্য ওয়াল ব্যুরো: সাম্প্রতিক 'গণধর্ষণের' ঘটনা নাড়িয়ে দিয়েছে সাউথ ক্যালকাটা ল কলেজের (South Calcutta Law College) ছাত্রীদের। নিজেরা যতদিন আছেন ততদিন তো বটেই তাঁদের ভয় ধরাচ্ছে একটাই প্রশ্ন, পাস আউট হয়ে যাওয়ার পর জুনিয়রদের কী হবে? ওপর ওপর ঝা চকচকে হলেও কলেজের ভিতরের নিরাপত্তা যে একেবারে ফোঁপরা হয়ে আছে সেগুলোই সাংবাদিক বৈঠক করে এক এক করে তুলে ধরলেন তাঁরা।

সোমবার ছাত্রীরা জানালেন, তাঁদের এক ও একমাত্র নিরাপত্তা (Student Safety) দরকার। যা নিয়ে ইতিমধ্যেই ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছেন তাঁরা। জানানো হয়েছে কনফারেন্স করে ছাত্রী দের যাবতীয় বক্তব্য শুনবেন তিনি।

ছাত্রীদের অভিযোগের তালিকা ছোট নয়। জানানো হয়েছে কলেজে পড়াশোনার কোনও বালাই নেই। না হয় সেমিনার না হয় কিছু। এর সমস্ত দায় কলেজ কর্তৃপক্ষকেই নিতে হবে বলে সাফ জানিয়ে রেখেছেন তাঁরা। শুধু তাই নয়, বড় অভিযোগও করেছেন তাঁরা।

জানিয়েছেন, নিরাপত্তা শিকেয় তুলে কলেজেরই একজন নিরাপত্তারক্ষী হামেশাই কার্ড না দেখে বহিরাগতদের কলেজ চত্বরে ঢুকতে দেয়। ঘটনার আগেও একদিন দু'জন বাইরের ছেলে কলেজপ্রাঙ্গনে ঢুকে পড়েন দু'জন বান্ধবী নিয়ে। সবটা দেখেও  ওই নিরাপত্তারক্ষী কিছুই বলেননি বলে অভিযোগ তাঁদের। তাছাড়া একটা ঘটনা ঘটে যাওয়ার পর সিসিক্যামেরা লাগানো হচ্ছে কলেজ চত্বরে। এতদিন কেবল মূল গেটেই ক্যামেরা বসানো ছিল।

এহেন যাবতীয় অভিযোগ জানিয়ে ভাইস প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে চলেছেন তাঁরা। জানিয়ে রেখেছেন, যদি তিনি কোনও কারণে দেখা না করেন, তাহলে শান্তিপূর্ণ মিছিল করা হবে। এবং উচ্চ কর্তৃপক্ষের কাছে গিয়ে নালিশ জানানো হবে।

বস্তুত, 'গণধর্ষণের' ঘটনার জেরে আপাতত বন্ধ রাখা হচ্ছে বলে জানিয়ে দিয়েছে সাউথ ক্যালকাটা ল কলেজের গভর্নিং বডি। ২৯ তারিখ রোববার কলেজের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, "কলেজের সমস্ত বিএএলএলবি এবং এলএলএম (জেনারেল এবং অনার্স) ক্লাস স্থগিত করা হচ্ছে এবং গভর্নিং বডির সিদ্ধান্ত অনুসারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কলেজ প্রাঙ্গণ সকল শিক্ষার্থীদের জন্য বন্ধ থাকবে।"


ভিডিও স্টোরি