Womens Day 2025
শেষ আপডেট: 7th March 2025 20:11
দ্য ওয়াল ব্যুরো: প্রতিদিন ভোর ৬টায় পুরসভার ময়লার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন তিনি। পাড়ায় পাড়ায় জমা করা ময়লা তাঁর গাড়িতে তুলে দেন সাফাই কর্মীরা। গাড়ি চালিয়ে ডাম্পিং স্টেশনে সেই সমস্ত আবর্জনা পৌঁছে দিয়ে তবেই দায়িত্ব শেষ হয়। গত ৩ বছর ধরে এটাই রুটিন কাঁথি শহরের বাসিন্দা প্রতিমা রানি বারিকের।