Women Footballer
মল্লিকা টুডু
শেষ আপডেট: 6th March 2025 19:21
দ্য ওয়াল ব্যুরো: পান্তাভাতের বেশি আর কিছু জোটে না। সেই পান্তার ভাতে জলেই বড় ফুটবলার (Women Footballer) হওয়ার স্বপ্ন দেখছে খণ্ডঘোষের সগড়াই গ্রামের মেয়ে মল্লিকা টুডু (Mallicka Tudu)। প্রতিভা ও পরিশ্রমের কাছে দারিদ্র্য যে কখনও বাধা হতে পারে না, বাংলার হয়ে মাঠ কাঁপিয়ে সেটাই প্রমাণ করেছে মল্লিকা। এখন দেশের হয়ে খেলার স্বপ্ন দু চোখে।