শেষ আপডেট: 5 July 2025 12:51
দ্য ওয়াল ব্যুরো: স্কুলের গেট খুললেই এক অন্য জগত। প্রথমেই নজরে আসবে পথ নিরাপত্তা সংক্রান্ত নানা ব্যবস্থা—সিগন্যাল লাইট, জেব্রা ক্রসিং-সহ বাস্তবসম্মত পরিবেশ শিক্ষার ছোঁয়া। বিদ্যালয় চত্বরজুড়ে কয়েক বিঘা জমিতে গড়ে উঠেছে বিভিন্ন শিক্ষা-সহায়ক প্রকল্প। কৃত্রিম পাহাড় ও মালভূমি, নদীর উৎস, অশ্বখূরাকৃতি হ্রদ, গাছবাড়ি এবং একটি বিনোদন পার্ক। পূর্ব বর্ধমানের বড়শুল নিম্ন বুনিয়াদি বিদ্যালয় প্রাঙ্গণজুড়ে রয়েছে শতাধিক গাছ।