শেষ আপডেট: 19 May 2025 20:23
ইউটিউব ভিডিওতে দর্শক যে ‘বং গাই’কে চেনেন, তার থেকে অনেকটাই আলাদা আসল কিরণ দত্ত।
দ্য ওয়াল ব্যুরো: ইউটিউব ভিডিওতে দর্শক যে ‘বং গাই’কে চেনেন, তার থেকে অনেকটাই আলাদা আসল কিরণ দত্ত। আড্ডায় যখন একের পর এক বিষয় বদলে যাচ্ছে, ততোই যেন ‘বং গাই’য়ের খোলস ছেড়ে বেরিয়ে আসছে মফস্বলের ছেলেটা। ‘দ্য ওয়াল’-এর স্টুডিয়োয় একেবারে আনকাট এবং আনফিল্টার্ড আড্ডায় ‘বং গাই‘ কিরণ দত্ত।