Virat Kohli Birthday Celebration
শেষ আপডেট: 5th November 2024 20:20
দ্য ওয়াল ব্য়ুরো: ভারতীয় ক্রিকেট জগতে তিনি সুপারস্টার। এক দিনের ক্রিকেটে সচিন তেন্ডুলকরের ৪৯ সেঞ্চুরির রেডর্ক ভেঙে ছিলেন। তিনি আরও কেউ নন, বিরাট কোহলি। মঙ্গলবার, ৫ নভেম্বর ৩৬ বছরে পা রাখলেন বিরাট। তাঁর জন্মদিনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল বিরাট কোহলি ওয়েস্ট বেঙ্গল হেল্প ফাউন্ডেশন। সাঁতরাগাছি বাস টার্মিনালে ৫০ ফুটের কার্ট আউট তৈরি করে দুধ দিয়ে স্নান করালেন ফাউন্ডেশনের সদস্যরা। সঙ্গে কাটা হল কেকও।