শেষ আপডেট: 15 May 2025 20:18
তাঁকে নিয়ে হইচই পড়ে গিয়েছিল বাংলাদেশের জেলে। সেই মানুষদের মধ্যে অনেকেই ছিলেন তাঁর শুভাকাঙ্খী। ২৯ দিন পর ঘরে ফিরে এমনটাই জানালেন কোচবিহারের কৃষক উকিল বর্মন।
দ্য ওয়াল ব্যুরো: তাঁকে নিয়ে হইচই পড়ে গিয়েছিল বাংলাদেশের জেলে। সেই মানুষদের মধ্যে অনেকেই ছিলেন তাঁর শুভাকাঙ্খী। ২৯ দিন পর ঘরে ফিরে এমনটাই জানালেন কোচবিহারের কৃষক উকিল বর্মন। গত ১৬ এপ্রিল সীমান্ত লাগোয়া তাঁর ৪ বিঘে জমিতে চাষ করতে গিয়েছিলেন। অভিযোগ, সেখান থেকে তাঁকে অপহরণ করে বাংলাদেশের দুষ্কৃতীরা। এরপর বিজিবি তাঁকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়। পরবর্তীতে দীর্ঘ ২৯ দিন বাংলাদেশের জেলে ছিলেন তিনি। জামিনে মুক্ত হওয়ার পর বুধবার রাতে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয় তাঁকে।