শেষ আপডেট: 6 July 2025 13:17
দ্য ওয়াল ব্যুরো: কলেজ-হাসপাতাল-মন্দির কোনও বিষয় নয়, যে কোনও জায়গায় এই ধরণের ঘটনা ঘটতে পারে। যারা এগুলো করে তারা মানসিক বিকারগ্রস্ত। কসবা ল'কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় এমনই প্রতিক্রিয়া বরাহনগরের তৃণমূল বিধায়ক অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। শনিবার মাহেশে উল্টোরথে এসে সায়ন্তিকা বলেন, "আমরা যে অপরাজিতা বিল পাস করেছি সেটা তাড়াতাড়ি যদি রাষ্ট্রপতি পাস করে দেন তাহলে এই ধরনের অপরাধীদের দ্রুত শাস্তির ব্যবস্থা করা যাবে। সেক্ষেত্রে এই ধরনের অপরাধ কমবে। এটা মন্দির-হাসপাতাল- স্কুল-কলেজ বলে নয়, এটা মানসিক অসুস্থতার লক্ষণ। এর সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত।"