শেষ আপডেট: 13 June 2025 14:37
আজকের এপিসোড রূপম ইসলামের জন্য একটু বেশিই স্পেশ্যাল। এই পডকাস্টে তাঁর প্রতি ভালবাসার স্বাক্ষর রেখেছেন রকস্টারের ফ্যানেরা।
দ্য ওয়াল ব্যুরো: আজকের এপিসোড রূপম ইসলামের জন্য একটু বেশিই স্পেশ্যাল। এই পডকাস্টে তাঁর প্রতি ভালবাসার স্বাক্ষর রেখেছেন রকস্টারের ফ্যানেরা। রূপমের ফ্যান কারা? এই এপিসোডে তার খানিকটা ইঙ্গিত পাওয়া গিয়েছে ঠিকই, কিন্তু এটাও সত্যি, রূপমের যারা অনুরাগী নয়, তাদের তিনি কখনও নগণ্য ভাবেন না। যার নেপথ্যে রয়েছে দার্শনিক কারণ। এহেন দার্শনিকই যেমন ফ্যানেদের ভুলভ্রান্তি ধরিয়ে দেন, তেমনই অ্যাপ্রিশিয়েট করতেও ভোলেন না। এমন আলোচনা, ব্যাখ্যার মধ্যেই উঠে এসেছে কিছু গান। যার মধ্যে মিশে আছে আদুরে বাংলাভাষা।