Latest News

পদ্মশ্রী প্রীতিকণা! নকশিকাঁথার ফোঁড়েই স্বপ্নপূরণ, দেখুন ভিডিও

১০ বছর বয়সে বাবা মারা যান প্রীতিকণা গোস্বামীর (Pritikana Goswami)। মা ও পাঁচ বোনের সংসারে নেমে আসে চরম দারিদ্র্য। জেঠুর কাছে থেকে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা। তখনই হাতেখড়ি সেলাইয়ে। সেই কঠিন দিনগুলিতে বন্ধু রমা দাস সেলাইয়ের কাজে উৎসাহ দিয়েছিলেন। সেলাইয়ের অর্ডার নিয়ে আসতেন তিনি। প্রীতিকণা হাত লাগিয়ে সেই অর্ডার তুলতেন। ১৯৭৭ সালে বিয়ের পরেও সেলাইয়ের কাজ থেমে থাকেনি। ১৯৯০ সালে ওয়েস্টবেঙ্গল ক্রাফট কাউন্সিল থেকে নকশিকাঁথার কাজের অর্ডার এসেছিল। প্রীতিকণার কাজ নজর কেড়েছিল সবার। তারপরেই কমলাদেবী কাঁথা সেন্টার তৈরি করেন প্রীতিকণা। সেখানে কাজ শিখে বহু মেয়ে আজ স্বাবলম্বী। তাঁর শিল্প ও সমাজ চেতনার স্বীকৃতিতেই মিলল পদ্মশ্রী সম্মান (Padmashri Award)।

দুর্গাপুরে ‘মাইক্রো হাতি’, যদি হও ছোটন, এক বাইকে ১০ জন

You might also like