Bhai phota 2024
ভাইটিকা
শেষ আপডেট: 4th November 2024 12:12
দ্য ওয়াল ব্যুরো: বাঙালির কাছে যা ভাইফোঁটা সেটাই নেপাল, সিকিম ও দার্জিলিং অঞ্চলে ভাইটিকা নামে পরিচিত। তাঁদের ভাইটিকার অনুষ্ঠান হয় তিনটি পর্বে। প্রথম পর্বে বাড়ির উঠোনে ভাইকে কলা পাতায় দাঁড় করিয়ে তার চারিদিকে আখরোট আর জল নিয়ে তিনবার ঘুরিয়ে সেই আখরোট ভেঙে দূরে কোথাও ছুড়ে দিতে হয়।