Siliguri Shivkhola
শেষ আপডেট: 6th January 2025 19:48
দ্য ওয়াল ব্যুরো: শিলিগুড়ি শহর থেকে মাত্র ২৭ কিলোমিটার দূরে পাহাড় ঘেরা এই সবুজের রাজ্য। শীতের আদুরে রোদ গায়ে মেখে যেতে চান? রংটং থেকে ১২ কিলোমিটার দূরত্বে শিবখোলা। শুকনা থেকে রংটং পেরিয়ে ডান হাতে সোজা পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে পৌঁছে যেতে পারেন এখানে।