শেষ আপডেট: 13th November 2024 19:26
দ্য় ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: রাতের অন্ধকারে একের পর এক মনীষীর মূর্তি ভাঙার চেষ্টা হল শিলিগুড়ি শহরে। ছোড়া হল আধলা ইট। ময়লা মাখানো হল গান্ধীজির মুখে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরনিগমের ৪৭ নম্বর ওয়ার্ডের পাতিকলোনিতে।
বুধবার সকালে বিষয়টি নজরে আসতেই হইচই পড়ে যায় এলাকায়। লোকজনের ভিড় বাড়তে থাকে। ঘটনার খবর পেয়ে ছুটে যান ওয়ার্ডের কাউন্সিলর অমর আনন্দ দাস। তড়িঘড়ি সেগুলো পরিষ্কার করেন তিনি। তবে তাতে মানুষের ক্ষোভ কমেনি। কারা কী কারণে এমন ঘৃণ্য কাজ করল তার তদন্ত দাবি করেন বাসিন্দারা। বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলর প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তারপরেই তদন্ত শুরু করেছে পুলিশ।
মনীষীদের মূর্তির অবমাননার খবর পেয়ে এলাকায় যান শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব। তিনি বলেন, "শিলিগুড়িতে এমন ঘটনা অত্যন্ত লজ্জাজনক। নিন্দা করার ভাষা নেই। যেই মনীষীরা বিশ্ববরেণ্য তাঁদের মূর্তিকে এভাবে অপমান করার অধিকার কারও নেই। তদন্ত শুরু করেছে পুলিশ। দোষীদের কোনওভাবেই ছাড়া হবে না।"
খবর পেয়ে এলাকায় যান শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষও। তিনি মেয়রকে কটাক্ষ করে বলেন, 'এত বড় শহর হাতে গোনা সিসিটিভির সংখ্যা। এতবড় একটা ঘটনা ঘটল, সিসিটিভি থাকলে সহজেই দুষ্কৃতীদের চিহ্নিত করা যাবে। যদি না থাকে, কেন নেই সেই প্রশ্নটা উঠবেই।" এদিন মূর্তি দেখতে গিয়ে পথ চলতি স্কুল পড়ুয়াদের দাঁড় করিয়ে মনীষীদের বিষয়ে বোঝাতে দেখা যায় বিধায়ক শংকর ঘোষকে।