Sealdah Station
শিয়ালদহ স্টেশন সংস্কার
শেষ আপডেট: 11th July 2024 19:16
দ্য ওয়াল ব্যুরো: শহরের ব্যস্ততম রেলওয়ে স্টেশন শিয়ালদহ স্টেশন। সারাদিন হাজার হাজার মানুষের আনাগোনা এই স্টেশনে। যাতায়াতের পথে জায়গায় জায়গায় আবর্জনার স্তুপ, অপরিচ্ছন্নতা নিয়ে তিতিবিরক্ত হয়ে থাকতেন সাধারণ মানুষ। এখন শিয়ালদহের কী অবস্থা, ঘুরে দেখল 'দ্য ওয়াল।'