Nabanna
দিদির জন্য বিচার চাইতে অভিযানে স্কুল পড়ুয়াও
শেষ আপডেট: 27th August 2024 17:36
দ্য ওয়াল ব্যুরো: স্কুল ড্রেস পরে পথে পড়ুয়ারাও। বাবা-মায়ের সঙ্গে বিচার চেয়ে তারা আন্দোলনে সামিল। কেন তারা আন্দোলনে সামিল হয়েছে উত্তরে পড়ুয়ার দাবি, "দিদিকে ধর্ষণ করে খুন করা হয়েছে। আমাদের খাবার লেগেছে। দিদির জন্য বিচার চাই।" অভিভাবকদের কথায়, "মেয়েরা বড় হবে। ভবিষ্যতে হস্টেলে পাঠাব কোনও সাহসে। তাই এখন থেকে তারা নিজের অধিকার বুঝে নিক।"