Saraswati Puja 2025
ছোটদের শাড়ি- নিজস্ব চিত্র
শেষ আপডেট: 30th January 2025 20:04
দ্য ওয়াল ব্য়ুরো: সরস্বতী পুজোর সকাল থেকে দেখা যাবে লাল হলুদ শাড়ি পরে ঘুরছে ছোটরা। আর বিয়েবাড়িতে ছোটদের বেনারসি -সাজও ট্রেন্ডে। ছোটদের এক্সক্লুসিভ শাড়ি কিনতে হলে চলে যেতে হবে প্রিয় গোপাল বিষয়ীতে। এখানে পেয়ে যাবেন ছোটদের দুর্দান্ত সব রেডি টু ওয়্যার শাড়ি এবং বড়দের মতো তাঁত,জামদানি,বেনারসি। বিশদে জানতে ক্লিক করুন এই লিঙ্কে।